কমলগঞ্জ পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ৪৫৭ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারর কমলগঞ্জে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে পুকুরের পানিতে ডুবে অর্নব মালাকার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(৬জুলাই) দুপুর ২ টায় ঘটনাটি ঘটে।
নিহত অর্নব ভানুগাছ বাজারের গীতাঞ্জলী কম্পিউটার এর সত্বাধিকারী মিটু মালাকার এর একমাত্র ছেলে।
জানা যায়, দুপুরে অর্নব তার ঠাকুমার সঙ্গে পুকুর গোসল করতে যায়। এসময় তার ঠাকু মা তাকে পুকুর ঘাট রেখ ধুয়া কাপড়গুলো রশিতে শুকানার জন্য দিতে যান। এসে দেখেন অর্নব নেই। অর্নব ঘরে চলে গেছে ভেবে তিনি তাকে খুঁজতে বসত ঘরে যান,সেখানে তাকে পাননি।
এরপরই তাকে খাঁজতে থাকেন পরিবারের অন্য সদস্যরাসহ বাড়ির লোকজন।
পরে পুকুর থেকে তার দেহ উদ্ধার কর কমলগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
স্থানীয় মহিলা কাউন্সিলর শিউলী আক্তার শাপলা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।



















