কমলগঞ্জ সাংবাদিকের স্ত্রীকে কু/পি/য়ে হ/ত্যা

- আপডেট সময় ০২:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৯৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে সোমবার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষিকাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের নাম রোজিনা বেগম (৩০)। তিনি ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামের মরহুম নিজাম উদ্দিনের কন্যা এবং ভাষানীগাঁওয়ের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। সোমবার সকাল আনুমানিক ১০ টায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
রোজিনা কমলগঞ্জ উপজেলা দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোনায়েম মিল্টন এর ২য় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে জমিজমা নিয়ে শিক্ষিকা রোজিনা বেগমের পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলছিলো। আজ সোমবার (২৬ মে) সকাল আনুমানিক ১০ টায় আব্দুর রহিম গং ৫-৬ জন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখল করে এক্সেভেটর দিয়ে পুকুর খনন শুরু করেন। এসময় রোজিনা বেগমের পরিবারের লোকজন বাধা দিলে আব্দুর রহিম ও রেজাউল করিম সাগরের নেতৃত্বে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এসময় রেজাউল করিম সাগর ও আব্দুর রহিমের ধারালো অস্ত্রের আঘাতে রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আরও ৩-৪;জন আহত হন।
এ বিষয়ে জানতে কমলগঞ্জ থানায় ফোন করলে কর্তব্যরত অফিস্র জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
