কমলগঞ্জ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

- আপডেট সময় ০৭:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৫৮৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে বদরুল মিয়া নামে ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ জুন) রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বদরুল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানার জিআর ১৩০/২১ মামলায় পেনাল কোডের ৩৮০ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বদরুল মিয়া কমলগঞ্জ থানাধীন দক্ষিণ বালিগাঁও গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে আসামিকে বদরুলকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
