ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচন সামনে রেখে বিজিবির টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার মৌলভীবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার, শমসেরনগর বিমানবন্দর ও ঢাকা–শ্রীমঙ্গল স্পেশাল ট্রেন চালুর প্রতিশ্রুতি….প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে.. নাসের রহমান কৃষক কার্ড–ফ্যামেলি কার্ডের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করবে বিএনপি: এম নাসের রহমান এশিয়ার মধ্যে প্রথমবার ১৬ রূপে সরস্বতী পূজা* শ্রীমঙ্গলের লালবাগে ঐতিহাসিক অনুষ্ঠান জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গনভোট হ্যাঁ জয় যুক্ত করতে হবে… সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি – এম নাসের রহমান মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ

কর্ণফুলীর চা শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে সবোর্চ্চ দরে বিক্রি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / ৬৩০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: চলতি মৌসুমে চায়ের দ্বিতীয় নিলামে ৩ লাখ ৪৬হাজার ১০ কেজি চা বিক্রি হয়েছে।

বুধবার (৮ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অডিটোরিয়ামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬১ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় সব চা বিক্রি হয়ে গেছে। চট্টগ্রামের প্রোগ্রেসিভ ব্রোকার্সের নির্বাহী কর্মকর্তা জনি দেব জানান, মৌসুমের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলে বেশি চা বিক্রি হয়েছে। তার মধ্যে কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। তবে আগামী নিলামে চা বিক্রি আরও বাড়বে।

তিনি আরও জানান, চট্টগ্রামের সাতটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। তার মধ্যে সব চা বিক্রি হয়েছে।

নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্টচার্য বলেন, ‘চতুর্থ নিলামে আমাদের সিটি গ্রুপের কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। আমরা সব সময় চেষ্টা করি চায়ের গুণগত মান ধরে রাখতে। যার ফলে চায়ের দামও ভালো পাচ্ছি।

শাওন টি হাউসের পরিচালক জামাল আহমদ বলেন, ‘এই নিলামে সবচেয়ে উৎসবমুখর পরিবেশ ছিল। এর আগে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম দিকে চট্টগ্রামের ব্রোকার্সগুলো ৩-৪টি নিলামে অংশ নেয়। পরে নিলামে অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেনি তারা। চলতি বছরের চতুর্থ নিলামে চট্টগ্রামের সাতটি ব্রোকার্স অংশগ্রহণ করায়, দেশের ভালো বাগানের গুণগতমানের চা নিলামে তোলা হয়। এর ফলে দেশের বিভিন্ন এলাকার বায়াররা অংশ নেওয়ায় আমি একজন বায়ার হিসেবে খুশি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীর চা শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে সবোর্চ্চ দরে বিক্রি

আপডেট সময় ০৪:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

শ্রীমঙ্গল প্রতিনিধি: চলতি মৌসুমে চায়ের দ্বিতীয় নিলামে ৩ লাখ ৪৬হাজার ১০ কেজি চা বিক্রি হয়েছে।

বুধবার (৮ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অডিটোরিয়ামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬১ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় সব চা বিক্রি হয়ে গেছে। চট্টগ্রামের প্রোগ্রেসিভ ব্রোকার্সের নির্বাহী কর্মকর্তা জনি দেব জানান, মৌসুমের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলে বেশি চা বিক্রি হয়েছে। তার মধ্যে কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। তবে আগামী নিলামে চা বিক্রি আরও বাড়বে।

তিনি আরও জানান, চট্টগ্রামের সাতটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। তার মধ্যে সব চা বিক্রি হয়েছে।

নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্টচার্য বলেন, ‘চতুর্থ নিলামে আমাদের সিটি গ্রুপের কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। আমরা সব সময় চেষ্টা করি চায়ের গুণগত মান ধরে রাখতে। যার ফলে চায়ের দামও ভালো পাচ্ছি।

শাওন টি হাউসের পরিচালক জামাল আহমদ বলেন, ‘এই নিলামে সবচেয়ে উৎসবমুখর পরিবেশ ছিল। এর আগে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম দিকে চট্টগ্রামের ব্রোকার্সগুলো ৩-৪টি নিলামে অংশ নেয়। পরে নিলামে অজ্ঞাত কারণে অংশগ্রহণ করেনি তারা। চলতি বছরের চতুর্থ নিলামে চট্টগ্রামের সাতটি ব্রোকার্স অংশগ্রহণ করায়, দেশের ভালো বাগানের গুণগতমানের চা নিলামে তোলা হয়। এর ফলে দেশের বিভিন্ন এলাকার বায়াররা অংশ নেওয়ায় আমি একজন বায়ার হিসেবে খুশি।