ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের মিছিল মৌলভীবাজারে যুব বিভাগের প্রচার মিছিল বড়লেখায় অবৈধভাবে টিলা কর্তনের দায়ে দুই লক্ষ টাকা জরিমানা অতিরিক্ত টাকা চাওয়া  নিয়ে  দলিল লেখক ও সাব-রেজিষ্ট্রারের মধ্যে দরকষাকষিতে ক্ষোভে দলিল লেখা বন্ধ রমজানে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা জেলা প্রশাসক সাবেক মন্ত্রী মান্নানের ছেলের ২১৩ কোটির বিত্তবৈভব চাঁদাবাজ স্থান পেল শ্রীমঙ্গল উপজেলা বিএনপি কমিটিতে মৌলভীবাজারে পর্যটকদের যাতায়াতের জন্য রাস্তা হবে প্রশস্ত প্রধান উপদেষ্টার নির্দেশ শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে যুবককে ছুরিকাঘাতে হ- ত্যা

কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ২৮৪ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির। বুধবার সকালে কোটচাঁদপুরের তালসারের ঘাটপাড়ার মাঠে মারা পড়ে এ সাপটি। তবে সাপটি দেখার পর থেকে  সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার আতংক সৃষ্টি হয়েছে।
তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু বলেন,ব
তালসার ঘাটপাড়া সিরাজের ছেলে বাবলু হোসেনের জমি এটি। ওই জমিটি লিজ নিয়ে বেশ কিছুদিন চাষ করে  আসছি আমি। বুধবার সকালে ওই জমিতে ধান চাষ করার জন্য কলের লাঙ্গল দিয়ে চাষ করছিলাম। চাষের শেষ মুহূর্তে জমির পাশেন বড় একটি কচা গাছ ছিল। সেই কচা গাছে গোড়া থেকে কলের লাঙ্গল চাষ করার সময় লাঙ্গলের ফলায় জড়িয়ে বেরিয়ে আসে এই সাপটি। সাপটি দেখে ভয়ে  ড্রাইভার হান্নান গাড়ি বন্ধ করে দূরে সরে যায়। পরে আমাকে ও জালালকে ডেকে সাপটি দেখায়। আমি মনে মনে ভেবেছিলাম সাপটি রাসেল ভাইপার হতে পারে।
কিন্তু কাছে গিয়ে দেখি যে না এটি অন্য প্রজাতির সাপ। এর কয়েক মিনিট পরেই সাপটি মারা যায়।
বিষয়টি নিয়ে ওই গ্রামের জালাল হোসেন বলেন, এটি শাখা পাটি সাপ,অন্যদিকে মোহনপুর গ্রামের হাসান বলেন,এটি কালাস সাপ, একই গ্রামের আতিয়ার রহমান বলেন  এটি কান্দল সাপ বলে এমন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন অনেকে। তবে সাপটি দেখার পর সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপে আতংক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মরা সাপটি ওই মাঠের একটি গাছের পাশে পূতে রেখেছেন বলে জানিয়েছেন আকিমুল ইসলাম সাজু।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির

আপডেট সময় ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির। বুধবার সকালে কোটচাঁদপুরের তালসারের ঘাটপাড়ার মাঠে মারা পড়ে এ সাপটি। তবে সাপটি দেখার পর থেকে  সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার আতংক সৃষ্টি হয়েছে।
তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু বলেন,ব
তালসার ঘাটপাড়া সিরাজের ছেলে বাবলু হোসেনের জমি এটি। ওই জমিটি লিজ নিয়ে বেশ কিছুদিন চাষ করে  আসছি আমি। বুধবার সকালে ওই জমিতে ধান চাষ করার জন্য কলের লাঙ্গল দিয়ে চাষ করছিলাম। চাষের শেষ মুহূর্তে জমির পাশেন বড় একটি কচা গাছ ছিল। সেই কচা গাছে গোড়া থেকে কলের লাঙ্গল চাষ করার সময় লাঙ্গলের ফলায় জড়িয়ে বেরিয়ে আসে এই সাপটি। সাপটি দেখে ভয়ে  ড্রাইভার হান্নান গাড়ি বন্ধ করে দূরে সরে যায়। পরে আমাকে ও জালালকে ডেকে সাপটি দেখায়। আমি মনে মনে ভেবেছিলাম সাপটি রাসেল ভাইপার হতে পারে।
কিন্তু কাছে গিয়ে দেখি যে না এটি অন্য প্রজাতির সাপ। এর কয়েক মিনিট পরেই সাপটি মারা যায়।
বিষয়টি নিয়ে ওই গ্রামের জালাল হোসেন বলেন, এটি শাখা পাটি সাপ,অন্যদিকে মোহনপুর গ্রামের হাসান বলেন,এটি কালাস সাপ, একই গ্রামের আতিয়ার রহমান বলেন  এটি কান্দল সাপ বলে এমন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন অনেকে। তবে সাপটি দেখার পর সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপে আতংক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মরা সাপটি ওই মাঠের একটি গাছের পাশে পূতে রেখেছেন বলে জানিয়েছেন আকিমুল ইসলাম সাজু।