কামাল হোসেনের প্রার্থীতা বৈধ,তাজুল ইসলামের প্রক্রিয়াধীন

- আপডেট সময় ০৪:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১০৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়ন যাচাইবাচাই শেষ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মনোননয়ন যাচাইবাচাই শেষে প্রার্থীতা ঘোষণা করেছেন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনের প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। অপরিকে,তাঁর প্রতিপক্ষ ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) চেয়ারম্যান পদে মো. তাজুল ইসলাম তাজের মনোনয়ন মামলা জটিলতায় প্রক্রিয়াধীন রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে, অমিত হাসান সাজু,আমিরুল হোসেন চৌধুরী, মোঃ তুষার আহমদ,সিতার আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহীনা রহমান।
