ব্রেকিং নিউজ  
                            
                            কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৫:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
 - / ৪০২ বার পড়া হয়েছে
 

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় ৬০ পিছ ইয়াবাসহ আলী হোসেন পাপ্পু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান, এসআই সাইফুল ইসলাম, এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই হান্নানসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল শহরের মিশন রোডের জনৈক আব্দুল মুহিতের মালিকাধীন টিনশেড বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষ থেকে আসামিকে আটক করে।
পুলিশ আসামির কক্ষ তল্লাশি করে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পাপ্পু শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে। গতকালের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












