কুয়েতের আমির আর নেই
- আপডেট সময় ০৬:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৫১৯ বার পড়া হয়েছে
মোঃ আলাল আহমদ; কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়,আমরা গভীরভাবে শোকাহত কুয়েতের আমির শেখ নাওয়াফ আলআহমদ আলজাবের আল সাবাহ মারা গেছেন।’
শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎ ভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল আহমদ আলজাবের আল সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফতে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।
আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়,গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।