কুয়েত বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সম্পাদকের সাথে সংবাদকর্মীদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় ০২:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের প্রবাসী বাংলাদেশী বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়। কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন।
বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত। দীর্ঘ দিন প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখ সমস্যা সহ বিভিন্ন প্রতিবেদন ও সংবাদ প্রচার ও প্রকাশ করে প্রবাসীদের আস্হা ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতে রয়েছে এক ঝাঁক তরুণ উদীয়মান সংবাদকর্মী। সৎ সাহসী কলম সৈনিক এসব সাংবাদিকরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে তাদের লেখনী কোন অপশক্তি বাধাগ্রস্ত করতে পারেনি। বহু ষড়যন্ত্র করে ও সফল হতে পারেনি সাংবাদিক নামধারী কিছু হলুদ সাংবাদিকরা। তবে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দীন খোকন ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল হচ্ছে কার্যক্রম।
বর্তমানে সভাপতি নাসির উদ্দীন খোকন দেশে রয়েছেন স্বল্প কালীন ছুটিতে। এ দিকে সাংবাদিক ইউনিয়নকে আরো গতিশীল প্রবাসে সংবাদকর্মীদের মানোন্নয়নে সংবাদ ও প্রতিবেদন তৈরি সহ ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে গতকাল ২৮শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাধারণ সম্পাদক কুয়েত নিউজ এজেন্সি কুনায় এক মাত্র বাংলাদেশী ফটোগ্রাফার সুযোগ্য সফল প্রবাসী সাংবাদিক নেতা মোঃ রুহুল আমিনের। কুয়েত ফানতাস্হ স্টুডিও ওসোলে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলার কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, সাংগঠনিক সম্পাদক জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি দৈনিক সূর্যোদয় কুয়েত ব্যুরো প্রধান মোঃ বিলাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মোঃ সুরুক মিয়া।ফটোগ্রাফার মাহফুজুর রহমান, ফটোগ্রাফার এম এ জাবেদ আহমেদ।