কুলাউড়ায় অবৈধভাবে আগর কাঠসহ একটি ট্রাক জব্দ
- আপডেট সময় ০৯:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ০ বার পড়া হয়েছে
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আড়াই লক্ষাধিক টাকার আগর কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।
রোববার (২৩ ডিসেম্বর) রাত ১১টায় কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাতে কুলাউড়া রেঞ্জ অফিসার মো. আব্দুল আহাদের নেতৃত্বে কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতির একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তখন বনবিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা তা দেখাতে পারেননি। তখন বনবিভাগ আগর কাঠ বোঝাই ট্রাক জব্দ করে গাজীপুরে রেঞ্জ অফিসে নিয়ে আসে ।
অভিযানে অংশ নেন কুলাউড়া বনবিভাগের রেঞ্জ সহযোগী শেখ আমিনুল ইসলাম, রামেশ^র গড়, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান। বনবিভাগ আরো জানায়, উদ্ধার করা কাঠের পরিমান ৩৩ টুকরো প্রায় ৭২ ফুট। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা।
বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মোঃ আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূলবান আগর কাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জড়িতদের শনাক্ত করে বন আইনে মামলা দায়ের করা হবে।