ব্রেকিং নিউজ
কুলাউড়ায় ইয়াবাসহ আটক – ১
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৫০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৩৯৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কুলাউড়া থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ মজিদ আলী (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কুলাউড়া সদর থানাধীন তেলিবিল গ্রামের আটককৃত মোঃ মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আটকের পর মজিদ আলীকে তল্লাশি করে তার লুঙ্গির কোছা থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মজিদ আলী কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামের মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ট্যাগস :



















