কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ সেলিম আটক
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৫:২০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ৫০৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ সেলিম আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে কুলাউড়া থানাধীন লুয়াইউনী চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের অন্তর্গত লুয়াইউনী চা বাগানের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে কালো রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত সেলিম আহমেদ কুলাউড়া উপজেলার ০৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই (আয়নাছড়া) গ্রামের মৃত চেরাগ মিয়া ড্রাইভারের ছেলে।
মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)