কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

- আপডেট সময় ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ কয়েছ মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া থানাধীন উত্তর কৌলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিতিত্তে কুলাউড়া থানার এসআই আতিকুল ইসলাম খন্দকার, এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ৮ নং রাউতগাঁও ইউনিয়নের অন্তর্গত উত্তর কৌলা গ্রামের কয়েছ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির ঘরে তল্লাশি করে একটি প্লাস্টিকের কৌটার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত কয়েছ মিয়া ০৮ নং রাউতগাঁও ইউনিয়নের অন্তর্গত উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে।
