ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখবে’ মহসিন মিয়া মধু মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত মৌলভীবাজারে ৬৬ লক্ষ টাকা লুট,ঘটনা রহস্যজনক স্বৈরাচার হাসিনা সরকার মানুষের অধিকার এতোটাই হরণ করেছিল যে ভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে পর্যন্ত দেয়নি – এম নাসের রহমান খেলার মাঠ থেকে মসজিদ পর্যন্ত এমন কোন জায়গা ছিল না, যেখানে দলীয় করণ ছিল না – জিকে গউস বিএনপি এখন বাংলাদেশের বড় রাজনৈতিক শক্তি,তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই – এম নাসের রহমান মৌলভীবাজারে পঞ্চকবি’র সাংস্কৃ‌তিক আয়োজন শনিবার মৌলভীবাজারে প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা কুলাউড়ায় সরকারি জমি উদ্ধার গ্রে ফ তা র হতে নিজেই আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির

কুলাউড়ায় হাজীপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ।

 

১৮ আগস্ট (রোববার) দুপুর ১ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ। এসময় শিক্ষার্থীরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অসদাচরণের বিরুদ্ধে তাঁর অপসারণ চেয়ে স্থানীয় কটারকোনা বাজারে শত শত বৈষম্যবিরোধী ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

 

এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক সরকারি সম্পদ আত্মসাৎ বন্ধ করতে হবে, চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি ২০০ টাকা আদায় বন্ধ করতে হবে, বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, নিরীহ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র তারেক আহমদ, জয়নুল ইসলাম, রহিম রহমান, রায়হান আহমদ, ফাহমিদা ইয়াছমিন, সুমাইয়া আক্তার, সিমলা আক্তার, সুলেমান আহমদ, হাসানুজ্জামান রায়হান, নাজমুল ইসলাম, তানজিদ আহমদ, জালালুর রহমান, জীবন দাস, রোহান আহমদ, নাহিদ আহমদ প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিএনপি নেতা মফজ্জিল হোসেন, সমাজসেবক হারুনুর রশীদ, বীরজিৎ দেবনাথ, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সদস্য ইন্দ্রজিৎ দাস খোকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,হাজীপুর ইউনিয়নে বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে চেয়ারম্যানকে ৫০০-১০০০ টাকা দিতে হয়। ৫০০ টাকার ট্রেড লাইসেন্সের জন্য ৫-১০ হাজার টাকা দিতে হয়। তিনি থানার দালালী করে মামলার ভয় দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় অনেককে জেল খাটিয়েছেন।

 

 

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চেয়ারম্যান ওয়াদুদ বক্সকে পদত্যাগ করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে যদি চেয়ারম্যান পদত্যাগ না করেন তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে। মানববন্ধন শেষে দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক মানুষ চেয়ারম্যানের অপসারণ চেয়ে গণস্বাক্ষর নিয়ে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। এতদিন তার ভয়ে সাধারণ জনগণ মুখ না খুললেও সরকার পরিবর্তন হওয়ার পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়নের জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

এ বিষয়ে হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স বলেন, আমার প্রতিপক্ষরা শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে এই আন্দোলন করাচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।

 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো। পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় হাজীপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় ০৯:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

কুলাউড়া প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ।

 

১৮ আগস্ট (রোববার) দুপুর ১ টায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ। এসময় শিক্ষার্থীরা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, অসদাচরণের বিরুদ্ধে তাঁর অপসারণ চেয়ে স্থানীয় কটারকোনা বাজারে শত শত বৈষম্যবিরোধী ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

 

এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক সরকারি সম্পদ আত্মসাৎ বন্ধ করতে হবে, চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি ২০০ টাকা আদায় বন্ধ করতে হবে, বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, নিরীহ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র তারেক আহমদ, জয়নুল ইসলাম, রহিম রহমান, রায়হান আহমদ, ফাহমিদা ইয়াছমিন, সুমাইয়া আক্তার, সিমলা আক্তার, সুলেমান আহমদ, হাসানুজ্জামান রায়হান, নাজমুল ইসলাম, তানজিদ আহমদ, জালালুর রহমান, জীবন দাস, রোহান আহমদ, নাহিদ আহমদ প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন, কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিএনপি নেতা মফজ্জিল হোসেন, সমাজসেবক হারুনুর রশীদ, বীরজিৎ দেবনাথ, কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সদস্য ইন্দ্রজিৎ দাস খোকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,হাজীপুর ইউনিয়নে বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে চেয়ারম্যানকে ৫০০-১০০০ টাকা দিতে হয়। ৫০০ টাকার ট্রেড লাইসেন্সের জন্য ৫-১০ হাজার টাকা দিতে হয়। তিনি থানার দালালী করে মামলার ভয় দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় অনেককে জেল খাটিয়েছেন।

 

 

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চেয়ারম্যান ওয়াদুদ বক্সকে পদত্যাগ করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে যদি চেয়ারম্যান পদত্যাগ না করেন তাহলে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে। মানববন্ধন শেষে দুই শতাধিক শিক্ষার্থী ও শতাধিক মানুষ চেয়ারম্যানের অপসারণ চেয়ে গণস্বাক্ষর নিয়ে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। এতদিন তার ভয়ে সাধারণ জনগণ মুখ না খুললেও সরকার পরিবর্তন হওয়ার পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়নের জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

এ বিষয়ে হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স বলেন, আমার প্রতিপক্ষরা শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে এই আন্দোলন করাচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।

 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো। পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।