কুলাউড়ার সুপ্রিয়’র ১৫০তম বাইসাইকেল রাইডিং সেঞ্চুরি
- আপডেট সময় ০৭:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ৩৫৯ বার পড়া হয়েছে
কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়ার সুপ্রিয় পাল ১৫০ তম বাইসাইকেল রাইডিং সেঞ্চুরি সম্পন্ন করেছেন। গত শুক্রবার সকালে কুলাউড়ার টিলাগাঁও হতে রাইডিং শুরু করে রবিরবাজার, কুলাউড়া, ব্রাহ্মণবাজার হয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রদক্ষিণ করে কমলগঞ্জ, কমলগঞ্জ শমশনগরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে ১০০ কিলোমিটার রাইডিং সেঞ্চুরি সম্পন্ন করেছেন। রাইডিং এর সময় তিনি বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা ও কোশল বিনিময় করেন।
সকাল ৮টা হতে রাইডিং শুরু করে বেলা ১১ টার দিকে মৌলভীবাজার শহরের চৌমূহানা এবং প্রেসক্লাব মোড় অতিক্রম করেন। এসময় সাংবাদিক সালেহ এলাহী কুটি ও আবুল হায়দার তরিক এর সাথে তার দেখা হয়।
এসময় সুপ্রিয় পাল জানান তার বাইসাইকেল রাইডিং শুরুর গল্প। ৭০ বছর বয়সের একজন বৃদ্ধের বাইসাইকেল রাইডিং দেখে তিনি অনুপ্রেরণা পান। এবং ২০২১ সালের ১৩ মার্চ মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণের মধ্যে দিয়ে তার ১০০ কিলোমিটার রাইডিং শুরু হয়। এটা মূলত তার শখ থেকে এখন অভ্যাসে পরিনত হয়েছে। গত শুক্রবার ৯ জুন ১০০ কিলোমিটার রাইডিং এর মাধ্যমে তার ১৫০ তম বাইসাইকেল রাইডিং সেঞ্চুরি সম্পন্ন হয়েছে।
সুপ্রিয় পাল আরো জানান বাইক রাইডিং এর মধ্যে থাকলে তার শরীর-স্বাস্থ্য এবং মন মানুষিকতা ভালো থাকে। অসুস্থ হওয়ার ঝুঁকি কম থাকে। তার বাইসাইকেল রাইডিং শুরুর পর থেকে এখন পর্যন্ত কোন অসুস্থতা দেখা দেয় নি। এমনকি বাইসাইকেল রাইডিং করা যায় কোন অর্থনৈতিক ব্যয় ছাড়াই। মাত্র ১০ থেকে ১৫ টাকায় ১০০ কিলোমিটার রাইড সম্পন্ন করার অভিজ্ঞতাও তার রয়েছে।
সুপ্রিয় পাল কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের নির্মল কান্তি পালের ছেলে। তার অনুপ্রেরণা দাতা ৭০ বছরের বৃদ্ধ একই ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মুন্তকিমুর রেজা চৌধুরী। ৭০ বছর বয়সেও এই বৃদ্ধ জুমার নামাজের উদ্দেশ্য বাইসাইকেল নিয়ে সিলেটের বিভিন্ন এলাকায় শত শত কিলোমিটার পথ অতিক্রম করতেন।