কুলাউড়া মুক্ত দিবসে প্রতি ইউনিয়নে বিজয় দৌড়
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ৩৭৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ আজ ৬ই ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবস,১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় কুলাউড়া। এ উপলক্ষে আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা,কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য,বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লীডার সাদরুল আহমেদ খান কুলাউড়া উপজেলার সবকটি ইউনিয়নে দুই দিনে উন্মুক্ত বিজয় দৌড়,পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধে কুলাউড়া বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেন।
৬ই ডিসেম্বর ২০২২,মঙ্গলবার সকাল ৯টায় কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এই কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আয়োজক সাদরুল আহমেদ খান,মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ ও ডাঃসঞ্জীব মীতৈ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই আয়োজন সম্পর্কে সাদরুল আহমেদ খান বলেন,কুলাউড়ার মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস পৌছে দিতে তার এই ভিন্ন আয়োজন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)