কুশিয়ারার পানি এখনও বিপৎসীমার উপরে

- আপডেট সময় ০৮:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ৫১৫ বার পড়া হয়েছে

সিলেট শহরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেলেও অবনতি হচ্ছে আশপাশের উপজেলায়। ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানি।
পানি বৃদ্ধির কারণে নতুন করে বন্যা কবলিত হয়েছে উপজেলার ভেলকুনা, গয়াসী, বাঘমারা ও ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার, উত্তর কুশিয়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকা
এদিকে, ফেঞ্চুগঞ্জ পূর্ববাজারে পানি উঠার কারণে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। যাতায়াতের বিড়ম্বনায় পড়েছেন ওই এলাকার জনসাধারণ।
তবে স্থানীয়রা বলছেন- ভারী বৃষ্টি ও উজান থেকে ঢল না নামলে বিপদের আশঙ্কা নেই।
সোমবার (২৩ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা জানান, কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার দুই মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি আছে ৯.৯৯ পয়েন্টে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেন, পানি বেড়েছে তবে এটা আর আশঙ্কাজনক নয়, বিস্তৃত বন্যা পরিস্থিতি হবে না।
তিনি জানান, উপজেলার ভেলকুনা, গিয়াসী,বাঘমারা ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের পানিবন্দী মানুষের জন্য সহায়তা পাঠানো হয়েছে। আর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
