কুয়েতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৫৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ৪১৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মোঃ আলাল আহমদ কুয়েতঃ কুয়েতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত এর উদ্যোগে,জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক ‘কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে,বুধবার ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলের বলরুমে,অনুষ্ঠানে’ সভাপতিত্ব করেন মাসুদ করিম সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুয়েত,সঞ্চালনায়, মোহাম্মদ বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকান্দার আলী ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফয়েজ কামাল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ
এছাড়াও বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ জাতীয় শ্রমিক লীগ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনেকে,আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি। তার শৈশবকাল কাটে পিত্রালয়ে। ’৫৪-এর নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। গণতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগণের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা শেখ হাসিনা।
পরিশেষে নৈশভোজে মাধ্যমে অনুষ্ঠান পর্ব সমাপ্তি ঘটে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)