কে কোথায় ঈদ করছেন তারকারা
- আপডেট সময় ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৯১ বার পড়া হয়েছে
শোবিজ তারকাদের খুঁটিনাটি জানার আগ্রহ দর্শকদের সবসময়ই থাকে। আজ সারা দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম ধর্মের সবচেয়ে বড় এই উৎসবটি কোন তারকা কোথায় কাটাচ্ছেন, তা জানতেও মুখিয়ে থাকেন অনেকে। চলুন তবে জেনে আসি শোবিজের কোন তারকা কোথায় ঈদ করছেন।
শাকিব খান
দেশসেরা এই নায়ককে নিয়ে ভক্তদের জানার আগ্রহ সবসময়ই বেশি। তিনি কোথায় ঈদ করবেন, দেশে আছেন না বিদেশে, তা জানার আগ্রহও ভক্তদের আছে। তাদের জন্য জানাচ্ছি যে, কিং খান এবার দেশেই আছেন। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। সেটি নিয়ে আপাতত ব্যস্ত।
তবে এই ব্যস্ততার ফাঁকেই ঈদ উপলক্ষে দুই ছেলে আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীরের সঙ্গে দেখা করবেন শাকিব খান। সেই সুবাদে হয়তো দেখা হয়ে যেতে পারে প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গেও। তবে সন্তানদের সঙ্গে সাক্ষাতের আগে শাকিব খান ঈদের নামাজ পড়েছেন গুলশানের আজাদ মসজিদে। তার এক ঘনিষ্ঠজন এমনটাই জানিয়েছেন।
শবনম ইয়াসমিন বুবলী
এই নায়িকার ঈদের রুটিন প্রতি বছর প্রায় একই রকম। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পছন্দ করেন তিনি। এবারও তাই করছেন। ঈদের দিন ঘুম থেকে উঠে আগে মায়ের রান্না করা সেমাই খান বুবলী। এর মায়ের সঙ্গে মজার মজার রান্না করেন। এবারও করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন নায়িকা। এরপর বিকালে ছেলেকে নিয়ে ঘোরাঘুরি।
এদিকে, গত বছরের কোরবানির ঈদে বুবলী অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও এবারের ঈদে পাচ্ছে। ‘লিডার: আমিই বাংলাদেশ’। এই ছবিতে শাকিব খানের নায়িকা তিনিই। এটিই শাকিব-বুবলী জুটির শেষ ছবি। প্রাক্তন এই দম্পতি আর কখনো কোনো ছবিতে একসঙ্গে কাজ করবেন না বলেই গুঞ্জন চলচ্চিত্রপাড়ায়।
জয়া আহসান
দুই বাংলায় সিনেমার কাজ নিয়ে তুমুল ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। তবে যত ব্যস্ততাই থাকুক, ঈদ উৎসবে তিনি দেশেই থাকেন। এবারও দেশেই ঈদ করছেন। জয়া জানান, ‘ঈদের সময় একটু বিশ্রামে থাকব। কোথাও ছোটাছুটির ইচ্ছে নেই। মা, ভাই-বোন আর বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটবে।
নায়িকা আরও জানান, ঈদের দিন একটি পদ হলেও আমি রান্না করি। এবারও করব, তবে কী রান্না করব তা এখনো জানি না। গরমের মধ্যে ঈদে আমি সাধারণত ভারী কোনো পোশাক বা সাজ পছন্দ করি না। ছিমছাম সাজে সুতি পোশাকেই দিনটি পার হয়ে যাবে। ঘরোয়া ঈদ বলতে যা বোঝায় আর কী।
আব্দুন নূর সজল
প্রতি বছরের মতো এ বছরও আমি ঈদ ঢাকাতেই করছি। ঈদ নিয়ে পরিকল্পনা সব সময় পরিবার কেন্দ্রিকই থাকে। বাবা-মা, আত্মীয়স্বজনের সঙ্গেই ঈদ করা হয়। আমাদের বাড়িতে তিন দিনব্যাপী ঈদ উদযাপন করা হয়। এবার যেহেতু ‘জ্বীন’ মুক্তি পাচ্ছে চেষ্টা করব সিনেমাটা দর্শকদের সঙ্গে দেখার জন্য। ঈদে সাধারণত নিজের জন্য কিছু কেনা হয় না, তবে পরিবারের সবার পছন্দমতো কেনাকাটা করা হয়ে থাকে
আশনা হাবিব ভাবনা
আমি এ বছর পরিবারের সঙ্গেই ঈদ করছি। ঈদটা পরিবারের সবার সঙ্গে আনন্দে কাটুক, এটাই চাইছি। ঈদের দিন সে রকম কোনো চিন্তা-ভাবনা নেই। সবাই যা করে আমিও তাই, বাবা-মায়ের সঙ্গে থাকব। একসঙ্গে খাওয়া-দাওয়া করব। ঈদকে কেন্দ্র করে আসলে সে রকম কেনাকাটা করা হয় না। সারা বছরই অনেক কেনাকাটা করা হয়। কিন্তু ঈদের জন্য আমার পরিবার, প্রিয়জন, বন্ধুদের জন্য উপহার কেনার চেষ্টা করি।
সাইমন সাদিক
এই অভিনেতা ও শিল্পী নেতা ঈদ করছেন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি জানান, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ করা ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সচরাচর ঈদের দিন সেমাই খেয়ে নামাজ পড়তে যাওয়া হয়। নামাজ শেষে বন্ধুদের সঙ্গে গল্প করা হয়। তারপর দুপুরের খাবার খাওয়া হয়। কোনো কেনাকাটা করিনি। কারণ, উপহার পেয়েছি অনেক। আত্মীয় ও বন্ধুদের জন্য কেনাকাটা করা হয়েছে।
জিয়াউল রোশান
প্রতিবারই আমার গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গেই ঈদ করা হয়। এবারো তাই করছি। ঈদ নিয়ে পরিকল্পনা বলতে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে একসঙ্গে আনন্দ করব, ঈদ উদযাপন করব। ঈদের দিন বাড়িতেই থাকছি। বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিলাম। এরপর মায়ের হাতের বিভিন্ন রকমের খাবার খাবো। ঈদের কেনাকাটা বলতে পাঞ্জাবি কেনা হয়েছে। ঈদে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। দর্শকদের সঙ্গে সিনেমা দুটি দেখার অপেক্ষায় আছি।
সিয়াম আহমেদ
‘পোড়ামন ২’ সিনেমার এই নায়ক জানিয়েছেন, ‘রোজার ঈদ তার কাছে অনেক স্পেশাল। যদিও এ ঈদে কোনো সিনেমা রিলিজ হচ্ছে না। তারপরও আনন্দের কমতি নেই। কারণ, মা-বাবা, স্ত্রী-সন্তানের সঙ্গে থাকছি ঈদের দিনটা। আমার ছেলের দ্বিতীয় তৃতীয় ঈদ এটি। ও জন্মের এক বছরেই তিনটা ঈদ পেয়ে গেল। সো, ঈদে পরিবারকে সময় দিচ্ছি। যেহেতু এবার তেমন ব্যস্ততা নেই।
অনন্ত জলিল
এই অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী জানিয়েছেন, কোরবানির ঈদের মতো এবারের ঈদটাও আমার কাছে স্পেশাল। কারণ, কোরবানির ঈদে আমার শতকোটি টাকা বাজেটের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবার ঈদে মুক্তি পাচ্ছে ‘কিল হিম’। কয়েক দিন ধরে নানা জায়গায় দৌড়াচ্ছি সিনেমাটির প্রচারে। ঈদের দিনও খুব বেশি সময় বাসায় থাকা হবে না। ঢাকার বিভিন্ন সিনেমা হলে যাবো, দর্শকদের সঙ্গে সিনেমা দেখব, তাদের মন্তব্য জানব। বর্ষাও আমার সঙ্গে থাকবে।
আফরান নিশো
ঈদ ভাবনা সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘ঈদের দিন প্রথমভাগে নামাজ পড়ে এসে বিশ্রাম নিচ্ছি। ঈদের আগের দিন পর্যন্ত লাইট ক্যামেরা অ্যাকশন এসবেই ক্লান্ত হয়ে থাকি। বলা যায় ঈদের দিনটা আসলে আমাদের জন্য বিশ্রামেরই। বাসাতেই শুয়ে বসে থাকি। এবারও তাই করছি। পরিবারের সঙ্গে সময় ব্যয় করছি। সন্ধ্যায় সুযোগ পেলে স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে বের হবো।
মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী জানান, ঈদের দিন বাসাতেই থাকি। বাসার টুকটাক কাজ করি। এবারও তাই করছি। বন্ধু-বান্ধবদের সঙ্গে ফোনে কথা বলেছি, ভিডিওকলে কথা বলেছি। অবশ্য প্রায় ঈদেই এমনটাই হয়ে থাকে। হয়তো সন্ধ্যায় ঘুরতে বেরোই। এবারও বেরোবো। ঈদ আসছে, ঈদ আসছে- এটাইতেই যত আনন্দ কাজ করে। ঈদ চলে এলে আর সেরকম এক্সাইটমেন্ট থাকে না।
নুসরাত ফারিয়া
গত কোরবানির ঈদে সিনেমার কাজে থাইল্যান্ডে ছিলেন এই নায়িকা। তবে এবারের ঈদ তিনি দেশেই করছেন বলে জানিয়েছেন। পরিবারকে সময় দিচ্ছেন। নায়িকা বলেন, মায়ের সঙ্গে টুকটাক কাজ করছি, রান্নায় সাহায্য করছি। আত্মীয়স্বজন আসবে। হয়তো বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হবো।||
সাবিলা নূর
গত কোরবানির ঈদে ব্যস্ততা অনেকটাই কম ছিল এই অভিনেত্রীর। সাবিলা জানান, এবারও তেমন ব্যস্ততা নেই। বেছে বেছে কাজ করছি। তাই ঈদে খুব বেশি নাটক করা হয়নি। অভিনেত্রী জানান, গত দু-তিন বছর ঈদসহ কোনো উৎসবেই সেভাবে পরিবারকে সময় দিতে পারি না। তবে এই ঈদে পরিবারকে সময় দিচ্ছি।