ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে অ-জ্ঞা-ত এক নারীর মৃ-ত্যু

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ট্রেনে কেটে কোটচাঁদপুরে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে সাবদারপুর ট্রেন স্টেশনের ১০৯ কিলোমিটারের মধ্যে সোয়াদি গেটে। ঘটনার ৩ ঘন্টা পার হয়ে গেলেও সন্তান মেলেনি এখনও।
সাবদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল( নয়ন) বলেন,আমি জানতে পেরেছি বেলা ১ টার সময়। এরপর ঘটনা স্থলে গিয়ে দেখতে পায় এক নারীর ক্ষত-বিক্ষত লাশ। তবে বয়স আনুমানিক ৫০ বছর হবে। তবে এখনোও পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন,সম্ভবত চিত্রা ৭৬৩ নাম্বার ট্রেনে কাটা পড়েছেন ওই নারী। তাকে দেখে অনেকটা মানুষিক ভ্যারসাম্যহীন মনে হচ্ছে। ঘটনাটি ঘটেছে স্টেশন থেকে ১০৯ কিলোমিটারের মধ্যে। জাযগাটি সোযাদি গেট বলে পরিচিত।
তিনি আরো বলেন,ঘটনা জানার পর যশোর জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে। ওনারা এসে যা করার করবেন।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন,সোযাদি রেল গেটে পাশেই আমার বাসা।খবর পেয়ে দেখতে এসেছিলাম। দেখলাম ওই নারীর দেহ ৪ খন্ড হয়ে গেছে । দেখে চিনার উপায় নাই। তবে মুখটা ভাল আছে।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ কুমার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মৃত দেহ উদ্ধার করে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর ময়ন তদন্ত করার পর বলা সম্ভব হবে মূলত কি ঘটেছিল।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। ট্রেনে কেটে ওনার দেহ ক্ষত- বিক্ষত হয়ে গেছে। তবে মুখের আকৃতি ঠিক আছে। এটা দিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছি আমরা।
এদিকে ঘটনার ৪ ঘন্টা পার হয়ে গেলেও সন্ধান মেলেনি ট্রেনে কাটা অজ্ঞাত সেই নারীর মৃত দেহের।

ট্যাগস :