ব্রেকিং নিউজ  
                            
                            কোটচাঁদপুরে চালের দোকানে অভিযান জরিমানা আদায়
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০১:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
 - / ৪৩৩ বার পড়া হয়েছে
 

কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুরে চালের দোকানে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুরে স্থানীয় চাল বাজারে এ অভিযান করেন তিনি। অভিযানে দুই ব্যবসায়িকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
জানা যায়,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতাম্যূলক ব্যবহার না করার অভিযোগ কোটচাঁদপুরে চালের দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।
এ সময় চাল ব্যবসায়ি রতন কুমার সাহাকে ১৫ শত টাকা ও দিপঙ্কর অধিকারিকে ৩ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। এ সময় জেলা সহকারী পাট অফিসার ও উপজেলা পাট অফিসার সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			

















