কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- আপডেট সময় ০৬:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধিঃ
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা ও ছাত্রীদের মাঝে ন্যাপকিনসহ লেখাপড়া সামগ্রী বিতরন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার উছেন মে,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,একাডেমিক কর্মকর্তা ফারুক হোসেন ও জালাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম আর সঞ্চালনায় ছিলেন,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা কণ্যা শিশু দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে অতিথিবৃন্দরা ছাত্রীদের মাঝে ন্যাপকিন ও পড়া লেখার সামগ্রী বিতরন করেন।