কোটচাঁদপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ২৭৫ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপির) আওতায় বৃহস্পতিবার এ প্রদর্শনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,কোটচাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র জাহিদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, রীর মুক্তি যোদ্ধা কায়দার রহমান ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রায়হান ।
পরে অতিথি বৃন্দরা মেলায় দেয়া স্টোলগুলো প্রদর্শন করেন। এ বছর মেলায় চোখে পড়ার মত প্রাণী ছিল, ৬ শিং বিশিষ্ট গরু,ছাগল,ও হারিয়ে যাওয়া প্রানী ঘোড়া।
এরপর মেলায় অংশ গ্রহনকারিদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য আপা তানিয়া খাতুন।