কোটচাঁদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় ০৪:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ৩৫১ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা) উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহিদুজ্জামান সেলিম, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
এছাড়াও পৌর প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুব্রত বিশ্বাস, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন, সাংবাদিক মঈন সহ নানা শ্রেণী-পেশার ক্রীড়া ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন, উপজেলার বলুহর ইউনিয়ন একাদশ-ও এলাঙ্গী ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ের মধ্যে এলাঙ্গী ইউনিয়ন একাদশ ১-০ গোলে বলুহর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন, উপজেলার ক্রীড়া সংগঠক মোঃ রুস্তম কবির।