কোটচাঁদপুর আকবর স্মৃতি ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় ১২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৩২১ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুরে মরহুম ডাঃ ফজলে আকবর স্মৃতি ব্যাটমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এ খেলা করা হয়। খেলায় হৃদয়, ইমন দল জয়ী হয়েছেন।
খেলার আয়োজক কমিটির আহবায়ক আহাদ মন্ডল বলেন, মরহুম ডাঃ ফজলে আকবর ছিলেন এ এলাকার মানুষের প্রাণের ডাক্তার। ওনার কারনে অনেক মানুষ উপকৃত হয়েছেন।
এ কারনে ফজলে আকবর স্মৃতিতে ব্যাটমিন্টন খেলার আয়োজন করা। তিনি বলেন,এ খেলায় ৮ টি দল অংশ গ্রহন করেন। যার মধ্যে ছিলেন, কোটচাঁদপুরের হৃদয়-ইমন,মহেশপুর বজরাপুরের অন্তর- সাঈফ,অপু-মিরাজ,সুজয়,ভালাইপুরের হায়দার-সোহেল,সাদ্দাম-শাহিন,গো
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, কনসালটেন্ট রাইসুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন মুকুল, সাংবাদিক সুব্রত কুমার, মঈন উদ্দিন।
ওই রাতেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোটচাঁদপুরের হৃদয় -ইমন দল জয়লাভ করেন। পরে জয়ীদের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রমিজ উদ্দিন (তপু)। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান,এমন একটি খেলা আয়োজন করার জন্য। আশা প্রকাশ করেন সামনের দিনে তারা এমন খেলার আয়োজন অব্যহত রাখবেন।