ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংবাদ সম্মেলনে অভিযোগ বিএনপি নেতা মতিন বক্সকে মিথ্যা ভাবে জড়ানো হয়েছে রোটার‍্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটির উদ্যোগে ইফতার মাহফিল রোমান হত্যা মামলার পলাতক আসামী গ্রে-ফ-তা-র তারেক জিয়ার নির্দেশ মানুষের জন্য কাজ করতে হবে কমলগঞ্জে -মহসিন মিয়া মধু আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ আসন পেয়ে সরকার গঠন করবে-এম নাসের রহমান অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শি*শু*র আজ থেকে ভিটামান এ প্লাস ক্যাম্পেইন শুরু মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর ইফতার দোয়া মাহফিল কুলাউড়ায় পৌর জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৩০৭ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে পথচলা শুরু হল কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের। শনিবার (৩১ শে আগষ্ট) স্থানীয় পৌর পাঠাগারে এ কমিটি করা হয়। কমিটিতে মঈন উদ্দিন খান কে সভাপতি আর আব্দুল্লাহ বাশার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা যায়,সমাজের অসঙ্গতি,বস্তুনিষ্ঠ সংবাদ,সমস্যা তুলে ধরার প্রত্যয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাব গঠনের উদ্যেগ নেন সাংবাদিকরা। এ উপলক্ষে শনিবার কোটচাঁদপুর পৌর পাঠাগারে জরুরি সভা ডাকেন তারা। এরপর শুরু হয় পরিচয় পর্ব। হয় কমিটি গঠন নিয়ে আলোচনা।

পরে সবার সম্মতিক্রমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ সময় সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দীতা করেন । আর সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুল্লা বাশার। তবে সভাপতি নির্বাচনের জন্য সহায়তা নেয়া হয় গোপন ব্যালটের।

এতে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন মঈন উদ্দিন খান( দৈনিক আমার সংবাদ, মেহেরপুর প্রতিদিন ও দৈনিক প্রতিদিনের কথা)।

পরে কমিটির অন্যান্য পদ সমুহের নির্বাচিত করা হয়। যার মধ্যে রয়েছে,রমজান আলী (সাংগঠনিক সম্পাদক),এস এম রায়হান উদ্দিন (সিনিয়র সহ-সভাপতি),আনোয়ার জাহিদ জামান (সহ-সভাপতি),রেজাউল ইসলাম (সহ সাধারণত সম্পাদক),শহিদুল ইসলাম (সহ সাংগঠনিক সম্পাদক,),জাহাঙ্গীর আলম (কোষাধ্যক্ষ),আব্দুল সোবহান জনি, (সহকারী কোষাধ্যক্ষ),শামীম রেজা দপ্তর সম্পাদক,রোকনুজ্জামান (প্রচার সম্পাদক)।

 

এ ছাড়া কমিটির নির্বাহী সদস্য হয়েছেন,মামুনুর রশিদ (সুমন),মোস্তাফিজুর রহমান (আপেল), শওকত আলী  অংকুর, জহুরুল ইসলাম। সদস্য হয়েছেন আবুল হাসান,সুমন পাল,আবু সুফিয়ান(শান্তি), আকিমুল ইসলাম ( সাজু),আশরাফুল জামান,আশাদুল ভূঁইয়া, মোঃ মাসুম বিল্লা,শামীম খান,ইউসুব আলী মিলন,মোঃ সোহেল চৌধুরী। ২৬ সদস্য বিশিষ্ট কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি করা হয়েছে। যার মেয়াদকাল এক বছর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন,রাজনৈতিক, ব্যবসায়ীসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ।

তারিখ ৩১-০৮-২৪

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

আপডেট সময় ০৭:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

কোটচাঁদপুর প্রতিনিধিঃ নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে পথচলা শুরু হল কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের। শনিবার (৩১ শে আগষ্ট) স্থানীয় পৌর পাঠাগারে এ কমিটি করা হয়। কমিটিতে মঈন উদ্দিন খান কে সভাপতি আর আব্দুল্লাহ বাশার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা যায়,সমাজের অসঙ্গতি,বস্তুনিষ্ঠ সংবাদ,সমস্যা তুলে ধরার প্রত্যয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাব গঠনের উদ্যেগ নেন সাংবাদিকরা। এ উপলক্ষে শনিবার কোটচাঁদপুর পৌর পাঠাগারে জরুরি সভা ডাকেন তারা। এরপর শুরু হয় পরিচয় পর্ব। হয় কমিটি গঠন নিয়ে আলোচনা।

পরে সবার সম্মতিক্রমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ সময় সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দীতা করেন । আর সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুল্লা বাশার। তবে সভাপতি নির্বাচনের জন্য সহায়তা নেয়া হয় গোপন ব্যালটের।

এতে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন মঈন উদ্দিন খান( দৈনিক আমার সংবাদ, মেহেরপুর প্রতিদিন ও দৈনিক প্রতিদিনের কথা)।

পরে কমিটির অন্যান্য পদ সমুহের নির্বাচিত করা হয়। যার মধ্যে রয়েছে,রমজান আলী (সাংগঠনিক সম্পাদক),এস এম রায়হান উদ্দিন (সিনিয়র সহ-সভাপতি),আনোয়ার জাহিদ জামান (সহ-সভাপতি),রেজাউল ইসলাম (সহ সাধারণত সম্পাদক),শহিদুল ইসলাম (সহ সাংগঠনিক সম্পাদক,),জাহাঙ্গীর আলম (কোষাধ্যক্ষ),আব্দুল সোবহান জনি, (সহকারী কোষাধ্যক্ষ),শামীম রেজা দপ্তর সম্পাদক,রোকনুজ্জামান (প্রচার সম্পাদক)।

 

এ ছাড়া কমিটির নির্বাহী সদস্য হয়েছেন,মামুনুর রশিদ (সুমন),মোস্তাফিজুর রহমান (আপেল), শওকত আলী  অংকুর, জহুরুল ইসলাম। সদস্য হয়েছেন আবুল হাসান,সুমন পাল,আবু সুফিয়ান(শান্তি), আকিমুল ইসলাম ( সাজু),আশরাফুল জামান,আশাদুল ভূঁইয়া, মোঃ মাসুম বিল্লা,শামীম খান,ইউসুব আলী মিলন,মোঃ সোহেল চৌধুরী। ২৬ সদস্য বিশিষ্ট কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি করা হয়েছে। যার মেয়াদকাল এক বছর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন,রাজনৈতিক, ব্যবসায়ীসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ।

তারিখ ৩১-০৮-২৪