কোটচাঁদপুর গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু

- আপডেট সময় ০৮:২৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৫১ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ গলায় ফাঁস দিয়ে কোটচাঁদপুরে পারভীন আক্তার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের গুড়পাড়া গ্রামে। সে ওই গ্রামের জামির হোসেনের স্ত্রী।
জানা যায়,পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সকালে সবার অজান্তে ঘরে যায়। এরপর ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন। স্থানীয়রা দেখে, তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তাঁর স্বজনরা।
পারভীন আক্তার কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া জামির হোসনের স্ত্রী।পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে,ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) শাহ মোঃ আজিজ বলেন,মৃতের ছেলে তামিরুল ইসলাম মায়ের অপমৃত্যুর অভিযোগ দিয়ে গেছেন থানায়। পুলিশ ঘটনাস্থলে গেছেন। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
