কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় ০৯:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৪৪৬ বার পড়া হয়েছে
মঈন উদ্দীন: দীর্ঘ ৯ বছর পর কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৩টি বুথে ভোট গ্রহন করা হয়।
মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৫২। অভিবাবক সদস্য পদে মোট ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে মোমেন আল আরাফাত সোহেল ৪১১ ভোট পেয়ে ১ম, সাংবাদিক মঈন উদ্দিন খান ৩৪৬ ভোট পেয়ে ২য়, মফিজুর রহমান ২৯২ ভোট পেয়ে ৩য়, ও সাইফুর রহমান মিন্টু ২৬০ ভোট পেয়ে ৪র্থ হয়ে বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন প্রার্থী না থাকায় মোছাঃ রিপনা থাতুন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
দীর্ঘ দিন পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ ছিল। তাঁরা মনে করেন নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার মান উন্নয়নসহ সুষ্ঠু সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া।