ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের কমিটি গঠন, সভাপতি অশোক দে, সম্পাদক সুব্রত কুমার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ৩১৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
কোটচাঁদপুর প্রতিনিধিঃ চলার পথে ভালোর সাথে কোটচাঁদপুর রিপোটার্স ক্লাব এ শ্লোগানে নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুর মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। অশোক দে কে ক্লাবের সভাপতি, সুব্রত কুমার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,২০০১ সালের এক সন্ধ্যা রাতে কোটচাঁদপুর মেইনবাসস্ট্যান্ডের মেহেরুন হোমিও হলে বসে কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়। এরপর থেকে অনেক ঘাত প্রতিঘাত মেনে নিয়ে ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পা দিয়েছেন গণমাধ্যম কর্মীদের সংগঠন কোটচাঁদপুর রিপোটার্স ক্লাব।
ক্লাব গঠনের পর থেকে ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় গেল ২০ মার্চ ক্লাবের নতুন কমিটি গঠনের জন্য বিলুপ্ত করা পুরাতন কমিটি।
গঠন করা হয় ৩ সদস্যের আহবায়ক কমিটি। আব্দুল খালেককে করা হয় আহবায়ক আর ওই কমিটির সদস্য করা হয় জাকির হোসেন ও রাম জোয়াদ্দার কে। ওই কমিটি নীতিমালা অনুযায়ী নতুন কমিটি গঠন করে দেয়ার কথা।
সে অনুযায়ী শুক্রবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুর মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে জরুরি সভা আহবান করেন ক্লাবের আহবায়ক আব্দুল খালেক। ক্লাবের সব সদস্যের উপস্থিত থেকে করা আলোচনা। এরপর সবল সদস্যের সম্মতিতে অশোক দে (দৈনিক সংবাদ) কে সভাপতি ও আজকের পত্রিকার সুব্রত কুমার কে সাধারণ সম্পাদক করা হয় । ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আব্দুল খালেক বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক মনোজ মালাকার, সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেন,অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম,দপ্তর সম্পাদক রাম জোয়াদ্দার,প্রচার সম্পাদক আকিমুল ইসলাম সাজু। নির্বাহীরা হলেন জুলফিককার আলী ও রোকুনুজ্জামান।
পরে কমিটির সকলে আহবায়ক কমিটির আহবায়ক সহ সদস্যদের কে ধন্যবাদ জানান নতুন কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যরা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :