কোভিড-১৯ টিকাবার্তা যোগাযোগ জোরদার করন প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট টাউন হল সভা অনুষ্ঠিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৯:০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৫৪২১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি: ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের বাস্তবায়নে এবং এডাবেরসহ যোগীতায়“কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকিনিরুপণ যোগাযোগ জনস্পৃক্ততা এবংটিকাবার্তা যোগাযোগ জোরদার করন ”প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুসসামাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন,এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী,মেডিকেল অফিসার ডা: মাহমুদা বেগম সাথী।
এ ছাড়া এনজিও প্রতিনিধি,স্বেচ্ছাসেবী প্রতিনিধি,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান পরিদর্শিক প্রমূখ।
সভায় ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের কার্যক্রম সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন করেন এডাবের জেলা সমন্বয়কারী মেহেদী হাসান সুজন।
সভায় করোনা সংক্রমন প্রতিরোধে ভ্যাকসিন,বুষ্টার টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে গুরুত্বারোপ করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)