ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটিতে বাংলাদেশী দেলওয়ার মানিক সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় ০৩:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ২৭০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ গত ২৩ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটির ২০২৩-২০২৪ অভিষেক অনুষ্ঠিত হয়। ।
ক্লাব প্রেসিডেনট চক আলবান্স এর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন সম্পাদক মালিনি শাহ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নতুন কমিটির শপথ বাক্য পাঠ পরিচানা করেন কুইন্স ডিস্ট্রিক্ট এটনী মালিন্ডা কেটস। মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের কমিটিতে এই প্রথম বাংগালী সম্পাদক নির্বাচিত হলেন দেলওয়ার মানিক ।তিনি দীর্ঘ দিন এ সংগঠনে বিভিন্ন পদে দায়িও পালন করেছেন।
এতে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল এর সাবেক কাউন্সিলম্যান সিডিসির সিনিয়র প্রেসিডেনট পল ভ্যালন , ইউএস কংগ্রেস নিউইয়র্ক ডিস্ট্রিক্ট -৩ সাবের প্রার্থী রবার্ট ,কুইন্স সিভিল জাজ প্রার্থী এভালিন গোং সহ আরোও অনেক নেতৃবৃনদ ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিডিসি সদস্য এবং সাবেক বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সিডিসি সদস্য সুমন মানিক এবং অন্যান্য কমিউনিটির নেতৃবৃনদ অংশ নেন এ অনুষ্ঠানে ।শেষে সবাইকে নৈশভূজ্ আপ্যায়ন করা হয় ।