খালেদা জিয়া জাতিকে মুক্তির পথ দেখিয়ে গেছে’ শ্রীমঙ্গলে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা মহসিন মিয়া মধু
- আপডেট সময় ১১:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন আমরা জানতাম। তবে তাঁর মৃত্যুর মাধ্যমে জাতি জানতে পেরেছে শুধু বাংলাদেশে নয় খালেদা জিয়া বিশ্ব নেতা ছিলেন, সারা বিশ্ব তার প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে পুরো জাতির কাছে এটাই প্রতিীয়মান হয়েছে।
তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, জাতির কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ, নিজের ভালো না চেয়ে গণতন্ত্রের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য অমানবিক নির্যাতন জেল-জলুমের শিকার হয়েছেন। নানান ত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়ে গেছে। দেশনেত্রীর দেখানো পথেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাঁর সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী কখনো অন্যায় আর মিথ্যার কাছে মাথা নত করেননি, আমরাও করব না। তিনি সব সময় জনগণের পাশে ছিলেন, আমরা তাঁর দেখানো পথেই হাঁটবো, জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করে যাব। এছাড়াও তিনি প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত নেতাকর্মী, সাধারণ মানুষ সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রাধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত কোরআন তেলাওয়াত, শিড়নি বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক নেতা কর্মী ও মুসল্লিরা অংশ নেন। সমাজের নানা শ্রেণীর উপস্থিত অংশগ্রহনকারী মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘয়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।
শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা অংশ নেন।









