ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মাহফুজ সিলেট বিভাগের শ্রেষ্ঠ কাব স্কাউট নির্বাচিত খোলামেলা পোশাক ও ‘হারপিক’ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তসিবা বেগম কুলাউড়ায় মাদকসেবী তরুণের কারাদন্ড খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে মৌলভীবাজারের নেতাকর্মীদের ঢল রাজনগরের মুন্সিবাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ৩ দোকানে জরিমানা সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের উদ্বোধন এক ভবনে থাকছেন না শাশুড়ি ও ছেলের বউ বড়লেখায় চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রে-ফ-তা-র আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রাজু গ্রে-ফ-তার মৌলভীবাজাররে বিএনপি নেতার হুঁ শি য়া রী তে সরে গেল ফুচকার দোকান

খোলামেলা পোশাক ও ‘হারপিক’ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তসিবা বেগম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

লোকসংগীতের জগতে ‘নয়া দামান’ গান দিয়ে পরিচিতি পাওয়া সিলেটের কণ্ঠশিল্পী তসিবা বেগম আবারও আলোচনার শীর্ষে। তবে এবার কারণ গান নয়, বরং তার পোশাক ও মন্তব্য।

সাম্প্রতিক সময়ে নিজের ইউটিউব চ্যানেলে ‘দিয়ানা’ শিরোনামে একটি গান রিলিজ করেছেন তসিবা। গানের ভিডিওতে তাকে দেখা যায় পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাকে মডেলিং করতে, যা দেখে সিলেটের অনেক দর্শক সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানান। অনেকে বলছেন, “এ ধরনের পোশাক আমাদের সংস্কৃতির সাথে মানায় না,” কেউ কেউ আবার বলছেন, “তসিবার মধ্যে অহংকার এসে গেছে।”

কিন্তু বিতর্ক আরও বেড়ে যায় যখন এক লাইভ ভিডিওতে তসিবা বেফাঁস মন্তব্য করে বসেন। সমালোচনার জবাবে তিনি বলেন, “সিলেটবাসীর মুখ হারপিক দিয়ে ধুয়ে ফেলা উচিত।” এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন দর্শক লিখেছেন, “আমরা তাকে ভালোবেসে জনপ্রিয় করেছি, আর আজ সেই আমাদেরই অপমান করছে।” আরেকজন মন্তব্য করেন, “সমালোচনা মেনে নিতে না পারলে তার মতো একজন শিল্পীর পক্ষে টিকে থাকা কঠিন হবে।”

সাংস্কৃতিক অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, শিল্পীরা যখন জনসম্মুখে থাকেন, তখন তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। দর্শকদের প্রতি কটূ মন্তব্য শিল্পীর ভাবমূর্তি নষ্ট করে।

তবে সমালোচনার মধ্যেও তসিবার ভক্তদের একটি বড় অংশ এখনো তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের মতে, “তসিবা একজন স্বাধীন শিল্পী। তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করতে চান, সেটা তার অধিকার।”

এখন দেখার বিষয়, তীব্র সমালোচনার মুখে তসিবা কী কোনো ব্যাখ্যা বা ক্ষমা প্রকাশ করেন, নাকি নিজের অবস্থানেই অটল থাকেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খোলামেলা পোশাক ও ‘হারপিক’ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে তসিবা বেগম

আপডেট সময় ১১:২২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

লোকসংগীতের জগতে ‘নয়া দামান’ গান দিয়ে পরিচিতি পাওয়া সিলেটের কণ্ঠশিল্পী তসিবা বেগম আবারও আলোচনার শীর্ষে। তবে এবার কারণ গান নয়, বরং তার পোশাক ও মন্তব্য।

সাম্প্রতিক সময়ে নিজের ইউটিউব চ্যানেলে ‘দিয়ানা’ শিরোনামে একটি গান রিলিজ করেছেন তসিবা। গানের ভিডিওতে তাকে দেখা যায় পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাকে মডেলিং করতে, যা দেখে সিলেটের অনেক দর্শক সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানান। অনেকে বলছেন, “এ ধরনের পোশাক আমাদের সংস্কৃতির সাথে মানায় না,” কেউ কেউ আবার বলছেন, “তসিবার মধ্যে অহংকার এসে গেছে।”

কিন্তু বিতর্ক আরও বেড়ে যায় যখন এক লাইভ ভিডিওতে তসিবা বেফাঁস মন্তব্য করে বসেন। সমালোচনার জবাবে তিনি বলেন, “সিলেটবাসীর মুখ হারপিক দিয়ে ধুয়ে ফেলা উচিত।” এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন দর্শক লিখেছেন, “আমরা তাকে ভালোবেসে জনপ্রিয় করেছি, আর আজ সেই আমাদেরই অপমান করছে।” আরেকজন মন্তব্য করেন, “সমালোচনা মেনে নিতে না পারলে তার মতো একজন শিল্পীর পক্ষে টিকে থাকা কঠিন হবে।”

সাংস্কৃতিক অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, শিল্পীরা যখন জনসম্মুখে থাকেন, তখন তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। দর্শকদের প্রতি কটূ মন্তব্য শিল্পীর ভাবমূর্তি নষ্ট করে।

তবে সমালোচনার মধ্যেও তসিবার ভক্তদের একটি বড় অংশ এখনো তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের মতে, “তসিবা একজন স্বাধীন শিল্পী। তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করতে চান, সেটা তার অধিকার।”

এখন দেখার বিষয়, তীব্র সমালোচনার মুখে তসিবা কী কোনো ব্যাখ্যা বা ক্ষমা প্রকাশ করেন, নাকি নিজের অবস্থানেই অটল থাকেন।