গাঁজাসহ ডিবি পুলিশের হাতে যুবক আটক
- আপডেট সময় ০৭:৪২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ৬২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর থানাধীন ২নং কাঠইর ইউপিস্থ মদনপুর টু দিরাই সড়কে কাঠইর স্টীলের ব্রীজের পশ্চিম পার্শ্বে থেকে ৩ কেজি গাঁজাসহ রুয়েল আহমদ (২৩)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সুপার নন্দন কান্তি ধর এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের সার্বিক ত্বত্তাবধানে এসআই/পংকজ দাস, এএসআই/দেলোয়ার হোসেন, এএসআই/মোজাম্মেল হকের সমন্বয়ে ডিবি পুলিশের একটি টিম সুনামগঞ্জ সদর থানাধীন ২নং কাঠইর ইউপিস্থ মদনপুর টু দিরাই সড়কে কাঠইর স্টীলের ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে একটি সিএনজি ফোরস্টোক গাড়িসহ ৩ কেজি গাঁজাসহ ওয়েজখালী গ্রামের আব্দুস শহীদ এর ছেলে রুয়েল আহমেদ (২৩), কে আটক করা হয়।
সুনামগঞ্জ ডিবি পুলিশের এএসআই মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
















