গাড়ি সাজিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পৌঁছে দেওয়া হলো বাড়ি

- আপডেট সময় ০১:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৫২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দীর্ঘ সময় পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন সুবোধ রঞ্জন দাশ ।
মঙ্গলবার (১ নভেম্বর) ছিল তার অবসরে যাওয়ার দিন। এদিন ওসির গাড়ি সাজিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
সদর কোর্টের কনস্টেবল অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও সিএসআই মোঃ নবী হোসেন মিয়া এর সঞ্চালনায় আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
আলোচনায় কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন। অবসরজনিত কনস্টেবল সুবোধ রঞ্জন দাশ বলেন চাকুরী শেষে নূ্ন্যতম এই সম্মাননা পেয়ে প্রত্যাশা পুরণের সুযোগ প্রদানের জন্য সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্টানে উপস্থিত পুলিশ পরিদর্শক (নিঃ) দীপাংকর রায় এবং পুলিশ পরিদর্শক (নিঃ) বিলকিস আরাসহ সকল অফিসার ও সহকর্মীবৃন্দ বিদায়ী বক্তব্য প্রদান করেন।
সংবর্ধীত বিদায়ী কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে কোর্টের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া। অনুষ্টান শেষে সূযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় একটি ফুল সজ্জিত ডাবল ক্যাবিন গাড়ী যোগে কনস্টেবল সুবোধ রঞ্জন দাশকে তার নিজ বাসায় পৌছে দেওয়া হয়।