ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সদস্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে সদস্য সচিব রিপন বড়লেখায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রে ফ তা র সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্য শাখার সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক অদুদ আলম বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল ২,জামায়াত -১ বড়লেখায় গ্রেফতার -২ লুটকৃত মোবাইল ও নগদ অর্থ উদ্ধার আনন্দ মিছিল ও মোটরসাইকেল র‍্যালির মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মৌলভীবাজার জেলা বিএনএসবি চক্ষু হাসপাতালের হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর চা বাগান লেক থেকে বৃদ্ধার লা/শ উ/দ্ধা/র অজগর সাপকে পিটিয়ে হত্যা ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী মৌলভীবাজারে মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সদস্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে সদস্য সচিব রিপন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন- ” ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলার নেতৃত্ব নির্বাচনে এখন দলের কাউন্সিলরদের রায়ই চূড়ান্ত”।

ফয়জুল করিম ময়ূন আরও বলেন, “আগে বিএনপির কমিটি জেলা থেকে চাপিয়ে দেওয়া হতো। এখন নেতৃত্ব নির্বাচন করবেন দলের কাউন্সিলরা। জুড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সকল কাউন্সিলরই এখন নেতা নির্বাচনের মূল চাবিকাঠি।

যিনি নেতা হতে আগ্রহী, তাকে এখন নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি চালু করেছেন, তা দলের গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এখন আর জেলা থেকে কমিটি ঘোষণা করা হয় না। নেতারা নিজ নিজ এলাকার পছন্দের নেতৃত্ব বেছে নিচ্ছেন। তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে, এবং অনুপ্রবেশকারীদের (দোসর) যেন কোনোভাবে কমিটিতে কিংবা নতুন সদস্য সংগ্রহে অন্তর্ভূক্তিতে স্থান না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় এম. জেড. কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মৌলভীবাজারের জুড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাসুম রেজা।

বর্ধিত সভার প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন জুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, আহ্বায়ক কমিটির সদস্য হাজী হেলাল উদ্দিন, হাবিবুর রহমান আসকর, আব্দুল মোহিত নামর এবং এম. এ. মোহাইমিন শামীম।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন- ‘দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উপহার হিসেবে যে উপজেলা জুড়িবাসী পেয়েছিল, সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহার দিচ্ছেন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত উপজেলা কমিটি। আগামী ১২ আগস্ট ব্যালটের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে। তিনি বলেন – “বিএনপি এখন দলীয় অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে। কোনো কমিটি আর কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হয় না। দলের কাউন্সিলররাই ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করছেন। জুড়ি উপজেলা কমিটিও সেই ধারাবাহিকতায় গঠিত হবে।”

তিনি আরও বলেন, “নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আওয়ামী লীগের কোনো পদধারী বা তাদের সহযোগী কেউ বিএনপির কমিটিতে স্থান না পায় কিংবা নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে না পারে। দলের স্বার্থে এবং আদর্শগত শুদ্ধতা বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সদস্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে সদস্য সচিব রিপন

আপডেট সময় ০৪:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন বলেছেন- ” ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলার নেতৃত্ব নির্বাচনে এখন দলের কাউন্সিলরদের রায়ই চূড়ান্ত”।

ফয়জুল করিম ময়ূন আরও বলেন, “আগে বিএনপির কমিটি জেলা থেকে চাপিয়ে দেওয়া হতো। এখন নেতৃত্ব নির্বাচন করবেন দলের কাউন্সিলরা। জুড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সকল কাউন্সিলরই এখন নেতা নির্বাচনের মূল চাবিকাঠি।

যিনি নেতা হতে আগ্রহী, তাকে এখন নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি চালু করেছেন, তা দলের গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এখন আর জেলা থেকে কমিটি ঘোষণা করা হয় না। নেতারা নিজ নিজ এলাকার পছন্দের নেতৃত্ব বেছে নিচ্ছেন। তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে, এবং অনুপ্রবেশকারীদের (দোসর) যেন কোনোভাবে কমিটিতে কিংবা নতুন সদস্য সংগ্রহে অন্তর্ভূক্তিতে স্থান না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

শনিবার (২ আগস্ট) দুপুরে স্থানীয় এম. জেড. কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মৌলভীবাজারের জুড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাসুম রেজা।

বর্ধিত সভার প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু ।

এছাড়া সভায় বক্তব্য রাখেন জুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, আহ্বায়ক কমিটির সদস্য হাজী হেলাল উদ্দিন, হাবিবুর রহমান আসকর, আব্দুল মোহিত নামর এবং এম. এ. মোহাইমিন শামীম।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন- ‘দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উপহার হিসেবে যে উপজেলা জুড়িবাসী পেয়েছিল, সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহার দিচ্ছেন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত উপজেলা কমিটি। আগামী ১২ আগস্ট ব্যালটের মাধ্যমে এই কমিটি গঠন করা হবে। তিনি বলেন – “বিএনপি এখন দলীয় অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে। কোনো কমিটি আর কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হয় না। দলের কাউন্সিলররাই ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করছেন। জুড়ি উপজেলা কমিটিও সেই ধারাবাহিকতায় গঠিত হবে।”

তিনি আরও বলেন, “নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আওয়ামী লীগের কোনো পদধারী বা তাদের সহযোগী কেউ বিএনপির কমিটিতে স্থান না পায় কিংবা নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে না পারে। দলের স্বার্থে এবং আদর্শগত শুদ্ধতা বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি।