ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার পৌরসভার ওএমএসে চাল আটা বিক্রয় কর্যক্রমের উদ্ভোধন মৌলভীবাজারে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক – ২ জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ও নিহত শহীদদের স্মরণে মৌলভীবাজারে ড্যাবের নানা কর্মসূচী পালন মৌলভীবাজার প্রেসক্লাব দখলের অপচেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন শ্রীমঙ্গল চা বোর্ডের অ ভি যা নে জরিমানা মেঝো ভাইসাবকে ভুলতে পারি না হাফিজ সাব্বির আহমদ ৩০ বছরে পদার্পণ করল ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখায় জমকালো আয়োজন মৌলভীবাজার জেলা বিএনপির শোক বার্তা

গোয়ালা বাজার এস এস সি ৯৩ ব্যাচের স্মরণ সভা ও মরণোত্তর পদক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে

এস এস সি ব্যাচ “৯৩” গোয়ালাবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ ২৯তারিখ বুধবার সকাল ১০ ঘটিকার সময় গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে স্কুলের প্রয়াত সম্মানিত শিক্ষকগনের স্মরণসভা ও মরণোত্তর পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মোহাম্মদ মোসফেকুর রাজা (টুকন) । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব শামসুল হক সাহেব। স্মরণসভায় প্রয়াত সম্মানিত শিক্ষকগণের স্কুল জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তাগন বলেন, প্রয়াত, বর্তমান শিক্ষকগণ তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয়কে এপর্যন্ত একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিনত করেছেন।

গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলান আলহাজ্ব হযরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ্ এর মরণোত্তর পদক গ্রহন করেন তাঁর বড় ছেলে মাওলানা কাজী মিছবাউর রহমান আজমী।

উল্লেখ্য যে, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ ছিলেন, ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর নাতি ও হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ এর বড় ছেলে। তিনি হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসা আমৃত্যু পরিচালক ও হযরত শাহ আজম রহ দরগাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান, হযরত শাহ আজম রহ দরগাহ্ শরীফের এক্স সেক্রেটারী ছিলেন। তিনি হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও ছিলেন। তিনি ছিলেন গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন শিক্ষক। তাঁর বহু ছাত্র-ছাত্রীগণ দেশ এবং প্রবাসে বিভিন্ন খেদমতে রয়েছেন। তিনি হযরত শাহ আজম রহ দরগাহ্ জামে মসজিদের এক্স ইমাম ও খতিবের খেদমত আনজাম দেন। হায়াতের অর্ধেক সময় গোয়ালা বাজারে দ্বীনের খেদমতে অতিবাহিত করেন, আল্লাহ তাআলা যেন তাঁর সকল প্রকার দ্বীনি খেদমত কবুল করেন ও পরকালের সফর সহজ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোয়ালা বাজার এস এস সি ৯৩ ব্যাচের স্মরণ সভা ও মরণোত্তর পদক অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় ১১:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

এস এস সি ব্যাচ “৯৩” গোয়ালাবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ ২৯তারিখ বুধবার সকাল ১০ ঘটিকার সময় গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে স্কুলের প্রয়াত সম্মানিত শিক্ষকগনের স্মরণসভা ও মরণোত্তর পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মোহাম্মদ মোসফেকুর রাজা (টুকন) । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব শামসুল হক সাহেব। স্মরণসভায় প্রয়াত সম্মানিত শিক্ষকগণের স্কুল জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তাগন বলেন, প্রয়াত, বর্তমান শিক্ষকগণ তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয়কে এপর্যন্ত একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিনত করেছেন।

গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলান আলহাজ্ব হযরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ্ এর মরণোত্তর পদক গ্রহন করেন তাঁর বড় ছেলে মাওলানা কাজী মিছবাউর রহমান আজমী।

উল্লেখ্য যে, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব রহ ছিলেন, ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর নাতি ও হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোশাররফ আলী ছাহেব রহ এর বড় ছেলে। তিনি হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসা আমৃত্যু পরিচালক ও হযরত শাহ আজম রহ দরগাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান, হযরত শাহ আজম রহ দরগাহ্ শরীফের এক্স সেক্রেটারী ছিলেন। তিনি হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও ছিলেন। তিনি ছিলেন গোয়ালা বাজার আর্দশ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন শিক্ষক। তাঁর বহু ছাত্র-ছাত্রীগণ দেশ এবং প্রবাসে বিভিন্ন খেদমতে রয়েছেন। তিনি হযরত শাহ আজম রহ দরগাহ্ জামে মসজিদের এক্স ইমাম ও খতিবের খেদমত আনজাম দেন। হায়াতের অর্ধেক সময় গোয়ালা বাজারে দ্বীনের খেদমতে অতিবাহিত করেন, আল্লাহ তাআলা যেন তাঁর সকল প্রকার দ্বীনি খেদমত কবুল করেন ও পরকালের সফর সহজ করেন।