গোলাপগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে আটক -৪

- আপডেট সময় ০২:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ৩৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) মধ্য রাতে উপজেলার ফুলসাইন্দ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্য রাতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার ফুলসাইন্দ এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর এলাকার মৃত ছেনু মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৪০), সিলেট জেলার বালাগঞ্জ থানার নশিওপুর এলাকার মৃত তৈয়ব আলির ছেলে আবুল হোসেস রিপন (৩৪), ওসমানীনগর থানার পশ্চিম তিলাপাড়া এলাকার মহিব উল্লাহ ছেলে নজরুল ইসলাম (৩৩), গোলাপগঞ্জ থানার বুটিরাপাড়া এলাকার মৃত ইসহাক আলির ছেলে মো. হারুন রশিদ (৩২)।
পরে সিডিএমএস রেকর্ড যাচাই বাছাই করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি,ডাকাতিসহ একাধিক মামলা পাওয়া যায়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ডাকাতির প্রস্তুতিকালে চার জনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন।
