গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি

- আপডেট সময় ০২:১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে ( শিক্ষার্থীদের ৪০ টি, ২ জন শিক্ষকদের ২ টি , শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিকে ১ টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে মোট ৩,০০০টি বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ শুরু করা হয়েছে।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য—আম, জাম, কাঁঠাল, বেল, পেয়ারা , নিম, লিচু , তাল, নারিকেল গর্জন, মেহগনি, বকুল, বাক্সবাদাম, আমলকি, হরীতকী, বহেরা ও বৈদ্য নারিকেল।
মৌলভীবাজারবাসীকে গ্রীন মৌলভীবাজার গড়তে সর্বাত্মক সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানান।
