গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

- আপডেট সময় ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে

প্রতি বছরের ন্যায় এবারও গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার ২৯ মার্চ ২০২৫ ইংরেজি দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) সৈয়দ তাহিরুনন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা মো: শাহজাহান।
জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সদস্য ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
অনুষ্ঠানে অতথিদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান।
উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডা: এ. কে জিল্লুল হক, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেলসহ অন্যান্যরা।
প্রায় ২ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ১ শত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।
