চাচাকে ছুরিকাঘাত,পৌর ছাত্রলীগ সম্পাদক কারাগারে
- আপডেট সময় ০৪:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ৩০৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: আপন চাচাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান মিয়া তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আবিদ হাসান মিয়া তালুকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আবিদ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়া তালুকদারের ছেলে ও সদ্য ঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, দীর্ঘদিন ধরে আবিদ হাসান মিয়া তালুকদারের সঙ্গে তার আপন চাচা কালিছ মিয়ার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট এলাকায় আবিদের সঙ্গে কালিছ মিয়ার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করেন আবিদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন আবিদ হাসান মিয়া তালুকদারকে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৃহস্পতিবার আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদ হাসান মিয়া তালুকদারকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর আবিদকে এ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
এ নিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ফয়ছল তালুকদার বলেন- ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার ১৮ দিনের মাথায় আবিদের এমন কর্মকাণ্ডে ছাত্রলীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এর আগে একাধিকবার এরকম অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, চাচাদের সঙ্গে আবিদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। রাতেই স্থানীয় লোকজন আবিদকে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযোগ দেয়ার পর তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে আদালতের মাধ্যমে আবিদ হাসান মিয়া তালুকদারকে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগ হাসান মিয়া তালুকদার ওরফে আবিদকে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়।