চাঞ্চল্যকর মোস্তাকিম হ-ত্যা, প্রধান আসামি গ্রে ফ তা র

- আপডেট সময় ১০:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ২০৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর মোস্তাকিম হত্যা মামলার প্রধান আসামি রায়হান উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলায় থেকে তাকে গ্রেফথার করে র্যাব-৯। গ্রেফতার রায়হান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুরানগাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগে ২৪ নভেম্বর নবীগঞ্জের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে মোস্তাকিম মিয়ার (১৭) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোস্তাকিম মিয়ার দুই ভাই প্রবাসে থাকেন। দুই ভাইয়ের স্ত্রী ও মাকে নিয়ে মোস্তাকিম মিয়া বাড়িতে থাকেন। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
