চিকিৎসক আলমিনা ডেঙ্গুতে মারা গেলেন

- আপডেট সময় ০৪:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ৬৭১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ৩৯তম বিসিএস কর্মকর্তা ডা. দেওয়ান আলমিনা মিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
সোমবার রাত ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
২৬ জুলাই তাঁর জ্বর হলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। শুরুতে বাসায় চিকিৎসা নেন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । তিন-চারদিন আগে এভারকেয়ার হাসপাতাল থেকে জানানো হয় তাঁর ব্রেন ডেড।
বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন ,ডা. দেওয়ান আলমিনা মিশু ইনস্টিটিউটের এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আগামী জানুয়ারিতে তাঁর চূড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল।
