চেয়ারম্যান পদপ্রার্থী লোকদের হামলায় আহত ছাত্রদল নেতা তানভীর।

- আপডেট সময় ০২:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর থানার চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদল নেতা তানভীর আহমদ শুভন এর উপর প্রভাবশালী ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী আখতার উদ্দিনের লোকেরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে চাঁদিনীঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকদের নিকট থেকে জানা যায় যে শাওন, শামছুল, জিলানসহ বেশ কয়েকজন শুভনের উপর অতর্কিত হামলা করলে তানভীর শুভন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। এমতাবস্থায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে- ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
বিশস্থ সুত্রে জানা যায় যে, হামলাকারীরা ব্যাবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী আখতার উদ্দিনের অনুসারী। আরও জানা যায় যে দীর্ঘদিন থেকে আখতার’ উদ্দিন এর নির্বাচনী প্রচারণার সহযোগীতা করার প্রস্তাব দেয়া হলে তানভীর শুভন সে প্রস্থাব প্রত্যাখ্যান করে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম ভমর এর পক্ষে সক্রিয় প্রচারণায় সরাসরি যুক্ত হন। এজন্য শুভন এর প্রতি আখতার উদ্দিন ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকাল্পিত ভাবে এই হামলা পরিচালিত হয় বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়।
উল্যেখ্য আগামী ২৬ ডিসেম্বর ২০২১ চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
