ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্য শাখার সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক অদুদ আলম বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল ২,জামায়াত -১ বড়লেখায় গ্রেফতার -২ লুটকৃত মোবাইল ও নগদ অর্থ উদ্ধার আনন্দ মিছিল ও মোটরসাইকেল র‍্যালির মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মৌলভীবাজার জেলা বিএনএসবি চক্ষু হাসপাতালের হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর চা বাগান লেক থেকে বৃদ্ধার লা/শ উ/দ্ধা/র অজগর সাপকে পিটিয়ে হত্যা ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী মৌলভীবাজারে মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত জুড়ীতে দক্ষিণ বড়ধামাইয়ের একমাত্র সড়ক এখন মরণফাঁদ — দুর্ভোগে শতাধিক পরিবা মামুনুল হক’কে নিয়ে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত যুব মজলিস বিক্ষোভ মিছিল

ছেলের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ১১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের নিপুন চন্দ্র রায়ের মৌরসী সুত্রে পাওয়া তার নীজ গ্রাম আকবরপুরস্থ রাস্তার পাশে অবস্থিত আর এস খতিয়ান নং ৩৮৮,৩৫৬ দাগনং ১০০৬,দাগে মোট ৮৬ শতক ভুমিতে নিপুন চন্দ্র রায়( আমার বাবা) তার পৈতৃক সম্পদ থেকে পাওয়া মৌরসী সুত্রে মালিক ও ভোগ দখল করিয়া আসিতেছেন, আমার বাবা নিপুন চন্দ্র রায় ব্যবসায়িক সার্থে আমাদের পরিবারসহ শহরে বসবাস করেন ও কিছু দিন পর পর গ্রামের বাড়িতে গিয়ে তার পৈতৃক সম্পদ সেই ৮৬ শতক ভূমি দেখা শুনা করে আসেন কিন্তু কিছুদিন পুর্ব থেকে আমাদের জমীর ঠিক পাশের বাড়ির ১/প্রদিপ পাশি,২,অশীস পাশি,৩,রাজিব পাশি,৪,স্বপন পাশি,৫,সত নারায়ন পাশি,৬,পর্মা পাশি ব্যক্তিগন বসবাস করেন, উল্লেখ্য যে আমরা মৌলভীবাজার শহরে বসবাস করার কারনে উক্ত ব্যক্তিগন দীর্ঘদিন যাবৎ আমাদের সম্পদের উপর লোভ লালসা করে বেআইনভাবে একটি প্রভাবশালী মহল এবং ফ্যাসিবাদের ইন্দনে দখল করায় লিপ্ত রহিয়াছেন এবং প্রায় সময়ই উক্ত ব্যক্তিগন আমাদের সম্পত্তি থেকে বেদখল করার জন্য আমাদের কে প্রান নাশের হুমকি ধামকি দিয়ে আসিতেছেন,আমার বাবা তাদের বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের ১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যনের কাছে নালিশ করিলে চেয়ারম্যান মোশাররফ হোসেন টিটু আমার বাবার কাছে বিষয়টি সমাধানের লক্ষে আমার বাবার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করিলে আমার বাবা চেয়ারম্যানের কথায় রাজি না হওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের পাশের বাড়ির সেই অবৈধ দখলদারের পক্ষ পাতিত্ত হয়ে যান,কোন উপায় না দেখে আমার বাবা মাননীয় সহকারী জজ আদালতে ৮৯/২৫ দেওয়ানী মামলা দায়ের করেন, মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় আছে।তাদের এহেন এই অনৈত কর্ম কান্ড দেখে আমার বাবা এলাকার গন্যমান্য বিচার সালিস ব্যক্তিত্ত্ব মোঃ মাকনুনুর রহমান,ও মোঃ আলাউদ্দিন মিয়াসহ এলাকার আরো মুরব্বিদের নিকট বিচার প্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে গত ২০/৪/২৫ তারিখে আমি ও আমার বাবা আমরা আমাদের গ্রামের বাড়িতে আমাদের জায়গা জমি দেখা শুনার জন্য গেলে তারা পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর হামলা চালিয়ে আমার বাবাকে প্রানে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ করিয়া দা দিয়ে কুপ দিলে আমার বাবাকে মারাত্মকভাবে আহত করে,তাতেও তারার ক্ষান্ত হয়নি তারা আমাদের এলাকার বিচার শালিস ব্যক্তিত্ত্ব মোঃ মাকনুনুর রহমান,ও মোঃ আলাউদ্দিন মিয়াসহ এলাকার আরো কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গের উপরেও মিথ্যা বানোয়াট মামলা দায়ের করিয়া উনাদেরকে রীতিমতো হেয় প্রতিপন্য করিয়া আসিতেছে। আমি আমার বাবার পৈতৃক মৌরসী সম্পদ রক্ষায় আইনের সহযোগিতা ও সঠিক বিচার দাবি করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছেলের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের নিপুন চন্দ্র রায়ের মৌরসী সুত্রে পাওয়া তার নীজ গ্রাম আকবরপুরস্থ রাস্তার পাশে অবস্থিত আর এস খতিয়ান নং ৩৮৮,৩৫৬ দাগনং ১০০৬,দাগে মোট ৮৬ শতক ভুমিতে নিপুন চন্দ্র রায়( আমার বাবা) তার পৈতৃক সম্পদ থেকে পাওয়া মৌরসী সুত্রে মালিক ও ভোগ দখল করিয়া আসিতেছেন, আমার বাবা নিপুন চন্দ্র রায় ব্যবসায়িক সার্থে আমাদের পরিবারসহ শহরে বসবাস করেন ও কিছু দিন পর পর গ্রামের বাড়িতে গিয়ে তার পৈতৃক সম্পদ সেই ৮৬ শতক ভূমি দেখা শুনা করে আসেন কিন্তু কিছুদিন পুর্ব থেকে আমাদের জমীর ঠিক পাশের বাড়ির ১/প্রদিপ পাশি,২,অশীস পাশি,৩,রাজিব পাশি,৪,স্বপন পাশি,৫,সত নারায়ন পাশি,৬,পর্মা পাশি ব্যক্তিগন বসবাস করেন, উল্লেখ্য যে আমরা মৌলভীবাজার শহরে বসবাস করার কারনে উক্ত ব্যক্তিগন দীর্ঘদিন যাবৎ আমাদের সম্পদের উপর লোভ লালসা করে বেআইনভাবে একটি প্রভাবশালী মহল এবং ফ্যাসিবাদের ইন্দনে দখল করায় লিপ্ত রহিয়াছেন এবং প্রায় সময়ই উক্ত ব্যক্তিগন আমাদের সম্পত্তি থেকে বেদখল করার জন্য আমাদের কে প্রান নাশের হুমকি ধামকি দিয়ে আসিতেছেন,আমার বাবা তাদের বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের ১২ নং গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যনের কাছে নালিশ করিলে চেয়ারম্যান মোশাররফ হোসেন টিটু আমার বাবার কাছে বিষয়টি সমাধানের লক্ষে আমার বাবার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করিলে আমার বাবা চেয়ারম্যানের কথায় রাজি না হওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের পাশের বাড়ির সেই অবৈধ দখলদারের পক্ষ পাতিত্ত হয়ে যান,কোন উপায় না দেখে আমার বাবা মাননীয় সহকারী জজ আদালতে ৮৯/২৫ দেওয়ানী মামলা দায়ের করেন, মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় আছে।তাদের এহেন এই অনৈত কর্ম কান্ড দেখে আমার বাবা এলাকার গন্যমান্য বিচার সালিস ব্যক্তিত্ত্ব মোঃ মাকনুনুর রহমান,ও মোঃ আলাউদ্দিন মিয়াসহ এলাকার আরো মুরব্বিদের নিকট বিচার প্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে গত ২০/৪/২৫ তারিখে আমি ও আমার বাবা আমরা আমাদের গ্রামের বাড়িতে আমাদের জায়গা জমি দেখা শুনার জন্য গেলে তারা পুর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর হামলা চালিয়ে আমার বাবাকে প্রানে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ করিয়া দা দিয়ে কুপ দিলে আমার বাবাকে মারাত্মকভাবে আহত করে,তাতেও তারার ক্ষান্ত হয়নি তারা আমাদের এলাকার বিচার শালিস ব্যক্তিত্ত্ব মোঃ মাকনুনুর রহমান,ও মোঃ আলাউদ্দিন মিয়াসহ এলাকার আরো কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গের উপরেও মিথ্যা বানোয়াট মামলা দায়ের করিয়া উনাদেরকে রীতিমতো হেয় প্রতিপন্য করিয়া আসিতেছে। আমি আমার বাবার পৈতৃক মৌরসী সম্পদ রক্ষায় আইনের সহযোগিতা ও সঠিক বিচার দাবি করছি।