জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন জাকির
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩০৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
ষ্টাফ রিপোর্টার: জাকির হোসেন উজ্বলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলার নেতা কর্মীরা। তাকে সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (২২ফেব্রুয়ারি )সন্ধ্যায় মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম রিপন মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
নবনির্বাচিত সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দ্বায়িত্ব পাওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি নাসের রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। জাকির তার উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করতে দলের সবস্থরের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চান।
জাকির হোসেন উজ্বলকে যুবদলের সহ-সভাপতি নির্বাচিত করায় নেতৃবৃন্দ তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)