ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জাতীয় অর্থনীতির স্থপতি এম. সাইফুর রহমানের স্মরণসভা শুক্রবার,আসছেন জাতীয় নেতৃবৃন্দরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পর্যটন উন্নয়নের দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বড়লেখায় ১৭ মিয়ানমারের নাগরিকসহ ১৮ জনকে বিএসএফ’র পুশইন মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রে/ফ/তা র বিএনপির কমিটিতে আওয়ামীলীগের সুবিধাভোগীরা স্থান পাওয়ায় কুলাউড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল জুড়ীতে লতিফিয়া কারী সোসাইটির কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজার,কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা শ্রীমঙ্গল পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে পুলিশের মৃ ত্যু

জাতীয় অর্থনীতির স্থপতি এম. সাইফুর রহমানের স্মরণসভা শুক্রবার,আসছেন জাতীয় নেতৃবৃন্দরা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার, তিন দফায় সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সাবেক চেয়ারম্যান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত জাতীয় নেতা মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হবে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বাদ জুম্মা মিলাদ ও দোয়া, এবং শিরনি বিতরণ। বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

স্বাগত বক্তব্য প্রদান করবেন মরহুমের যোগ্য উত্তরসূরি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মো. নাসের রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আমিনুল ইসলাম,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ,
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী,
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন,
সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সভাপতিত্ব করবেন সৈয়দ তৌফিক আহমদ, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি।
সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী।

বাংলাদেশের অর্থনৈতিক স্থপতি

মরহুম এম. সাইফুর রহমান স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও প্রবৃদ্ধির প্রধান কারিগর ছিলেন। জাতীয় সংসদে সর্বাধিকবার বাজেট প্রণয়নকারী অর্থমন্ত্রী হিসেবে তিনি রেকর্ড গড়েছিলেন। তাঁর দূরদর্শী নীতি ও সংস্কার কর্মসূচি বাংলাদেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে গেছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করতেও তাঁর অবদান অসামান্য।

বিশেষ করে সিলেট বিভাগে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তিনি আধুনিক রূপকল্প তৈরি করেছিলেন। মৌলভীবাজারসহ পুরো সিলেটকে উন্নয়নের ধারায় সংযুক্ত করতে তাঁর নেওয়া পদক্ষেপ আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।

স্মৃতি যাদুঘর নির্মাণ

অনুষ্ঠানের অংশ হিসেবে উন্মোচিত হবে নির্মাণাধীন “এম. সাইফুর রহমান স্মৃতি যাদুঘর” এর নকশা। মৌলভীবাজারের নিতেশ্বরে (দুসাই রিসোর্ট সংলগ্ন) নির্মিতব্য এ যাদুঘর হবে তাঁর কর্মময় জীবনের দলিল এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অনন্য ভাণ্ডার।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন—“এম. সাইফুর রহমান ছিলেন আমাদের স্বপ্নের আলোকবর্তিকা। তাঁর মতো বিশ্ববরণ্যে নন্দিত অর্থনীতিবিদ আর জন্মাবে কি না সন্দেহ।”

৫ সেপ্টেম্বর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো মৌলভীবাজার জেলা জুড়ে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে। শহরের পোষ্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে মরহুমের ছবি।

জেলা বিএনপির কর্মসূচি

মৌলভীবাজার জেলা বিএনপি ৫ সেপ্টেম্বর নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে—
মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

শহরের ২০টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যথাসময়ে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং মরহুমের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় অর্থনীতির স্থপতি এম. সাইফুর রহমানের স্মরণসভা শুক্রবার,আসছেন জাতীয় নেতৃবৃন্দরা

আপডেট সময় ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজার২৪ ডেস্কঃ  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার, তিন দফায় সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিশ্বব্যাংক ও আইএমএফ-এর সাবেক চেয়ারম্যান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত জাতীয় নেতা মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হবে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, বাংলাদেশ স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বাদ জুম্মা মিলাদ ও দোয়া, এবং শিরনি বিতরণ। বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

স্বাগত বক্তব্য প্রদান করবেন মরহুমের যোগ্য উত্তরসূরি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মো. নাসের রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আমিনুল ইসলাম,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ,
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী,
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন,
সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সভাপতিত্ব করবেন সৈয়দ তৌফিক আহমদ, এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি।
সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী।

বাংলাদেশের অর্থনৈতিক স্থপতি

মরহুম এম. সাইফুর রহমান স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও প্রবৃদ্ধির প্রধান কারিগর ছিলেন। জাতীয় সংসদে সর্বাধিকবার বাজেট প্রণয়নকারী অর্থমন্ত্রী হিসেবে তিনি রেকর্ড গড়েছিলেন। তাঁর দূরদর্শী নীতি ও সংস্কার কর্মসূচি বাংলাদেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে গেছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করতেও তাঁর অবদান অসামান্য।

বিশেষ করে সিলেট বিভাগে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে তিনি আধুনিক রূপকল্প তৈরি করেছিলেন। মৌলভীবাজারসহ পুরো সিলেটকে উন্নয়নের ধারায় সংযুক্ত করতে তাঁর নেওয়া পদক্ষেপ আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।

স্মৃতি যাদুঘর নির্মাণ

অনুষ্ঠানের অংশ হিসেবে উন্মোচিত হবে নির্মাণাধীন “এম. সাইফুর রহমান স্মৃতি যাদুঘর” এর নকশা। মৌলভীবাজারের নিতেশ্বরে (দুসাই রিসোর্ট সংলগ্ন) নির্মিতব্য এ যাদুঘর হবে তাঁর কর্মময় জীবনের দলিল এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অনন্য ভাণ্ডার।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন—“এম. সাইফুর রহমান ছিলেন আমাদের স্বপ্নের আলোকবর্তিকা। তাঁর মতো বিশ্ববরণ্যে নন্দিত অর্থনীতিবিদ আর জন্মাবে কি না সন্দেহ।”

৫ সেপ্টেম্বর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো মৌলভীবাজার জেলা জুড়ে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে। শহরের পোষ্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে মরহুমের ছবি।

জেলা বিএনপির কর্মসূচি

মৌলভীবাজার জেলা বিএনপি ৫ সেপ্টেম্বর নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে—
মরহুম এম. সাইফুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

শহরের ২০টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যথাসময়ে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং মরহুমের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।