সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মো. মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। সমাবেশ সঞ্চালনায় করেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন।