ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আল্লাহকে নিয়ে কটুক্তি ও কুরআন অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এখন সময়ের দাবি কমলগঞ্জে এক যাতায়াতের রাস্তায় চলাচলে প্রতিবন্ধিকতা, প্রশাসনের হস্তক্ষেপ তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত তারেক রহমান দেশে ফিরছেন সংবাদ প্রকাশের পর দুর্গাপুরে আ.লীগ নেতার নেতৃত্বে কথিত মানববন্ধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সদর হাসপাতালের পক্ষ থেকে দোয়া মাহফিল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি,আলোচনা সভা ও পুরষ্কার আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কোটচাঁদপুরে একই রাতে সাতটি গরুচুরি 

জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণ কর্মসূচি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ২৬১ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) আয়োজিত পোনা অবমুক্তকরণ কর্মসূচি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট) সকালে ব্যাটালিয়নের নিজস্ব পুকুর প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করেন।

কর্মসূচিতে ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য এবং তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব। মৎস্য পোনা অবমুক্তকরণের তাৎপর্য তুলে ধরে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “পোনা মাছ অবমুক্তকরণ শুধু পরিবেশ রক্ষাতেই নয়, বরং দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ জাতীয় পর্যায়ে টেকসই মৎস্য খাত গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশীয় মাছের প্রজাতি ক্রমশ কমে যাওয়ার ফলে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি ঘাটতি দেখা দিচ্ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর এগিয়ে আসা সময়োপযোগী সিদ্ধান্ত।

প্রতি বছরই সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। মাছ আমাদের জাতীয় সম্পদ এবং প্রাণিজ আমিষের প্রধান উৎস। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবারের প্রতিপাদ্য—“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

উৎসবমুখর পরিবেশ বিয়ানীবাজার ব্যাটালিয়নের প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি এক প্রকার উৎসবের আবহ সৃষ্টি করে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষও এ কার্যক্রমকে স্বাগত জানান। উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগকে প্রশংসা করেন এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্তকরণ কর্মসূচি

আপডেট সময় ০৫:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

জুড়ী প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) আয়োজিত পোনা অবমুক্তকরণ কর্মসূচি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট) সকালে ব্যাটালিয়নের নিজস্ব পুকুর প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করেন।

কর্মসূচিতে ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য এবং তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব। মৎস্য পোনা অবমুক্তকরণের তাৎপর্য তুলে ধরে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “পোনা মাছ অবমুক্তকরণ শুধু পরিবেশ রক্ষাতেই নয়, বরং দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ জাতীয় পর্যায়ে টেকসই মৎস্য খাত গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশীয় মাছের প্রজাতি ক্রমশ কমে যাওয়ার ফলে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি ঘাটতি দেখা দিচ্ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর এগিয়ে আসা সময়োপযোগী সিদ্ধান্ত।

প্রতি বছরই সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়। মাছ আমাদের জাতীয় সম্পদ এবং প্রাণিজ আমিষের প্রধান উৎস। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবারের প্রতিপাদ্য—“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

উৎসবমুখর পরিবেশ বিয়ানীবাজার ব্যাটালিয়নের প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি এক প্রকার উৎসবের আবহ সৃষ্টি করে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষও এ কার্যক্রমকে স্বাগত জানান। উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগকে প্রশংসা করেন এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।