ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের রিয়া

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ১০০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত “ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৪” এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের মেয়ে ফাতেমা জান্নাত রিয়া।

 

সারা দেশের ৬৪টি জেলা এবং পরবর্তীতে বিভাগ থেকে বাছাইকৃত সেরা ২০ জনের মধ্যে *জাতীয় পর্যায়ে* রিয়া হয়েছেন ৪র্থ স্থান অর্জনকারী সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, সেরা ১০ জনের মধ্যে তিনিই একমাত্র নারী।

 

রিয়া কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (CURE)* -এর ভাইস চেয়ারপার্সন। মাত্র ২০ বছর বয়সে তিনি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সফলভাবে কাজ করছেন। তার কাজের ক্ষেত্রগুলো হলো: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউথ ফোরাম মৌলভীবাজার, GPC, Volunteer Opportunities,Volunteer for Inclusion,FSCD Volunteer,Forgotten Women,Save Sylhet,Rotaract Club সহ বেশ কয়েকটি সংঘটন।

২০২১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখায় স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রজেক্ট অফিসার হিসেবে নিয়োজিত হন।

২০২৪ সালের ২৬ জুন রিয়া গ্লোবাল পিস চেইন -এর এম্বাসাডর হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার স্বেচ্ছাসেবী কর্মজীবনে তিনি ২০০টিরও বেশি প্রজেক্ট, ট্রেনিং এবং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করেছেন। তার কাজের জন্য তিনি বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও রিওয়ার্ড অর্জন করেছেন।

পড়াশোনাতেও তিনি অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তার ঝুলিতে রয়েছে একাধিক GPA-5 সার্টিফিকেট রিয়া চায় তার মতো অন্য মেয়েরাও স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করে নিজেদের গণ্ডির বাইরে গিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখুক। শুধু নিজ জেলা নয়, বরং সারা দেশের উন্নয়নে অবদান রাখুক। তিনি বিশ্বাস করেন—দেশটা আমাদের, দেশের জন্য কাজ করাও আমাদের দায়িত্ব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের রিয়া

আপডেট সময় ০৩:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত “ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৪” এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের মেয়ে ফাতেমা জান্নাত রিয়া।

 

সারা দেশের ৬৪টি জেলা এবং পরবর্তীতে বিভাগ থেকে বাছাইকৃত সেরা ২০ জনের মধ্যে *জাতীয় পর্যায়ে* রিয়া হয়েছেন ৪র্থ স্থান অর্জনকারী সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, সেরা ১০ জনের মধ্যে তিনিই একমাত্র নারী।

 

রিয়া কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (CURE)* -এর ভাইস চেয়ারপার্সন। মাত্র ২০ বছর বয়সে তিনি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সফলভাবে কাজ করছেন। তার কাজের ক্ষেত্রগুলো হলো: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউথ ফোরাম মৌলভীবাজার, GPC, Volunteer Opportunities,Volunteer for Inclusion,FSCD Volunteer,Forgotten Women,Save Sylhet,Rotaract Club সহ বেশ কয়েকটি সংঘটন।

২০২১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখায় স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রজেক্ট অফিসার হিসেবে নিয়োজিত হন।

২০২৪ সালের ২৬ জুন রিয়া গ্লোবাল পিস চেইন -এর এম্বাসাডর হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার স্বেচ্ছাসেবী কর্মজীবনে তিনি ২০০টিরও বেশি প্রজেক্ট, ট্রেনিং এবং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করেছেন। তার কাজের জন্য তিনি বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও রিওয়ার্ড অর্জন করেছেন।

পড়াশোনাতেও তিনি অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তার ঝুলিতে রয়েছে একাধিক GPA-5 সার্টিফিকেট রিয়া চায় তার মতো অন্য মেয়েরাও স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করে নিজেদের গণ্ডির বাইরে গিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখুক। শুধু নিজ জেলা নয়, বরং সারা দেশের উন্নয়নে অবদান রাখুক। তিনি বিশ্বাস করেন—দেশটা আমাদের, দেশের জন্য কাজ করাও আমাদের দায়িত্ব।